শাকিব খানের দরদ সিনেমা কবে মুক্তি পাবে

shakib khan dorod
শাকিব খানের দরদ সিনেমা

তুফান সিনেমার পর এবার ঝড় তুলতে আসছে শাকিব খানের দরদ সিনেমা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগামী ১৫ই নভেম্বর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে এটি। অনন্য মামুন পরিচালিত এই সিনেমাটিতে নায়ক শাকিবের সাথে নায়িকা হিসেবে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।

বেশ কিছুদিন আগে এই সিনেমাটির টেইলার মুক্তি পেয়েছে ইউটিউব প্লাটফর্মে। ট্রেইলার দেখে ব্যাপক প্রশংসিত হয়েছে সিনেমাটি। বোঝা যাচ্ছে যে এতে বেশ কয়েকটি চরিত্রে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে।

ইতিমধ্যে সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য এটি দেখে প্রশংসা করেছেন এমনকি শাকিবের অভিনয় তাদের কাছে অনেক ভালো লেগেছে। পরিচালকের অননঢ মামুন আশা করছেন সারা পৃথিবী জুড়ে সিনেমাটি বেশ ভালো ব্যবসা সফল হবে এবং রেকর্ড করবে। তবে প্রচারণার জন্য হাতে মাত্র ১ মাস সময় রয়েছে।

এর আগে কোরবানির ঈদে প্রকাশিত হয়েছিল দরদ সিনেমার টিজার। মূলত এটি সাইকো থ্রিলার ধাঁচের সিনেমা। অর্থাৎ একটি চরিত্রে নায়ক খুবই সাদাসিদে এবং সহজ সরল মানুষ। আবার আরেকটি চরিত্র ভয়ানক এক সাইকো। তবে আলাদা আলাদা মানুষ নয়। মূলত একজন মানুষের বিরোধীতে ভিন্ন ভিন্ন রূপ ফুটিয়ে তোলা হবে সিনেমাটিতে।

শাকিব খানের দরদ সিনেমা কবে মুক্তি পাবে

এধরনের সাইকোলজিক্যাল কনসেপ্ট নিয়ে হলিউডের অনেক ধরনের সিনেমা হয়েছে। বিখ্যাত হলিউড সিরিজ মুন লাইট একই কনসেপ্টের উপর তৈরি। এধরনের সাইকো সিনেমায় মূলত একটি মানুষের ভেতরে ভিন্ন ভিন্ন সত্তা পরিলক্ষিত হয়। প্রতিটি সত্তার আলাদা পরিচয় আলাদা বৈশিষ্ট্য আলাদা চিন্তাভাবনা এবং আলাদা পছন্দ থাকে। এমনকি ব্যক্তির নিজেও জানে না তার ভিতরে অন্য একজন বসবাস করছে।

দরদ সিনেমার ট্রেইলার দেখে ধারণা করা যাচ্ছে নায়কের চরিত্র এরকমই কিছু একটা হবে। তবে পুরো বিষয়টি সিনেমা মুক্তির পরে বোঝা যাবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রতিক সমূহের সিনেমা গুলোতে বেশ ভিন্নতা উপরিলক্ষিত হচ্ছে। শাকিব খানের তুফান সিনেমাতেও যেটি বেশ ভালোভাবে লক্ষ্য করা যায়। সাধারণ রোমান্টিক ছবি সিনেমা হতে বের হয়ে থ্রিলার টাইপের মুভি গুলো দর্শকরা বেশি পছন্দ করছে।

আর সেই প্রত্যাশা পূরণ করেছে পূর্ববর্তী তুফান সিনেমা। ট্রেইলার এবং টিজার দেখে আশা করা যাচ্ছে শাকিব খানের দরদ সিনেমাও দর্শকদের বেশ উচ্ছ্বাসিত করবে। দরদ সিনেমাতে শাকিব খানের সাথে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছে বলিউডের নায়িকা সোনাল চৌহান। এছাড়াও আরো রয়েছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেবসহ বেশ জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *