বলিউড তারকা শাহরুখ খান কি গাড়ি ব্যবহার করেন
- আপডেট সময় : ০৬:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
বলিউডের অভিনেতা শাহরুখ খান সারা বিশ্বজুড়ে খুবই জনপ্রিয়। গত ২ নভেম্বর ছিল তার জন্মদিন। অভিনয় জগতের পাশাপাশ তিনি বিভিন্ন জায়গায় অনুপ্রেরনামূলক বক্তব্য প্রদানও করে থাকেন। এমনকি ক্রিকেট জগতের সাথেও তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। নানা কারণেই মানুষ তাকে অত্যন্ত ভালোবাসে।
শাহরুখ খান কি গাড়ি ব্যবহার করেন সে সম্পর্কে তার ভক্তরা অনেকেই জানতে চান। বলিউডে যেমন তার রয়েছে দাপুটে বিচরণ ঠিক তেমনিভাবে রাস্তাঘাটেও বেশ নামিদামি গাড়ি নিয়ে চলাফেরা করেন। যেগুলোর মূল্য জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। শাহরুখ খানের কালেকশনে রয়েছে বুগাটি রোলস রয়েলসের মত বিলাসবহুল সব গাড়ি।
শাহরুখ খানের বুগাটি ভেরনের একটি গাড়ি রয়েছে যেটির দাম প্রায় ১২ কোটি রুপি। বাংলাদেশের টাকায় খানিকটা বেশি। ০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতি উঠাতে সময় লাগে মাত্র ২.৫ সেকেন্ড। এমনকি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই বুগাটি গাড়িটি।
আপনারা নিশ্চয়ই রোলস রয়েলস গাড়ির কথা শুনেছেন। এরকম কথা প্রচলিত আছে যে এই কোম্পানি কারো কাছে গাড়ি বিক্রি করার আগে তার ব্যক্তিত্ব সম্পর্কে যাচাই করে নেয়। তার মানে বুঝতে পারছেন কতটা বিলাসবহুল গাড়ি এটি। শাহরুখ খানের কাছে রোলস রয়েলস ফ্যান্টম ড্রপহেড যে গাড়িটি রয়েছে তার মূল্য ১০ কোটি রুপি।
শাহরুখ খান কি গাড়ি ব্যবহার করেন
এবার আসি BMW প্রসঙ্গে। বড় বড় তারকারা সাধারণত গাড়ি, ঘড়ি, বাড়ি ইত্যাদি ক্ষেত্রে বেশ অর্থ খরচ করে থাকেন। আর এদের কাছে BMW গাড়ি না থাকলে তো একদম চলে না। ৩৫৫ বিএইচপি পাওয়ারের বিএমডব্লিউ গাড়ি রয়েছে শাহরুখ খানের কাছে। যেটির বর্তমান দাম প্রায় আড়াই কোটি রুপি।
বলিউডের কিং খান রেঞ্জ রোভারপোর্টও পছন্দ করেন। এটি অবশ্য ডিজেল ভ্যারিয়েন্টের। ২৫৮ বিএইচপি পাওয়ারের এই গাড়িটির মূল্য বর্তমানে ১ কোটি ৪০ লাখ রূপে।
আপনি নিশ্চয়ই শাহরুখ খান কি গাড়ি ব্যবহার করে সে সম্পর্কে জানতে পেরেছেন। এই সকল কালেকশন বাদেও তার সংগ্রহে আরও বেশ কিছু গাড়ি রয়েছে এবং নানা সময়ে নতুন নতুন গাড়িও কিনে থাকেন তারা। বলিউডের অন্যতম এই শীর্ষ তারকা লেখাপড়া দিক থেকেও খুবই মেধাবী। স্কটল্যান্ডেে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় এডিনবরা থেকে তিনি তিনি সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী উপাধিতেওও ভূষিত হয়েছেন।
বিভিন্ন সূত্র অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি রুপি। সর্বপ্রথম দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯২ সালে তিনি অভিনয় জগতে পা রাখেন। তারপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বাংলাদেশেও অগণিত ভক্ত রয়েছে তার।
শাহরুখ খান কি গাড়ি ব্যবহার করেন সেটির পাশাপাশি আমি তার লেখাপড়ার জীবন সম্পর্কেও কিছুটা উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের আরো তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।
প্রকৃতিক উপায়ে কিভাবে দ্রুত লম্বা হতে পারবেন? জানতে এখানে প্রবেশ করুন।