শাহরুখ খান ও গৌরী হজের ভাইরাল ছবি
- আপডেট সময় : ০৬:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৩ বার পড়া হয়েছে
বলিউডের বাদশা নামের পরিচিত শাহরুখ খান সারা পৃথিবী জুড়েই জনপ্রিয়। বাংলাদেশ সহ পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশের তা রয়েছে অগণিত ভক্ত। আর সাধারণত বড় বড় সেলিব্রেটিদের মিডিয়া জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ থাকে সবার। সম্প্রতি শাহরুখ খান ও গৌরীর খানের হজের একটি ছবি অনেক ভাইরাল হয়েছে।
অনেকেই দাবি করছেন বিয়ের ৩৩ বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গৌরী খান। কিন্তু ঘটনাটি কি আসলেই সত্য?
তাদের দাম্পত্য জীবনের বয়স ৩৩ বছর। সেই দাম্পত্য জীবনের ধর্ম যে কোনভাবেই বাধা হয়ে দাঁড়ায়নি এ বিষয়ে অনেকবার বলেছেন শাহরুখ খান। এমনকি বিয়ের পরেও গৌরী খান তার ধর্ম পরিবর্তন করেননি এ বিষয়ে আমরা সবাই জানি। কিন্তু সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে শাহরুখ খান তার ছেলে আরিয়ান খান এবং গৌরী খানের হজ যাত্রার একটি ছবি দেখা গিয়েছে। এখান থেকেই নানা জনের মনে প্রশ্ন হচ্ছে তাহলে কি ধর্ম পরিবর্তন করেছেন গৌরী খান?
শাহরুখ খান ও গৌরী হজের ভাইরাল ছবি
হিন্দু রীতিনীতি মেনে শাহরুখ খান ও গৌরী খান বিয়ে করেন ১৯৯১ সালের ২৫ অক্টোবর। বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে গৌরী খান জানিয়েছেন তিনি কখনোই শাহরুখ খানকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি। তারা একে অপরের ধর্মকে সম্মান করুন এই বিষয়ে অনেক আগে থেকে জানিয়ে আসছিলেন।
ইতিমধ্য তাদের ৩টি সন্তানও হয়েছে। বড় ছেলে আরিয়ান খানের জন্ম ১৯৯৭ সালে। একমাত্র মেয়ে সোহানার জন্ম ২০০০ সালে এবং ছোট ছেলে আব্রামের জন্ম ২০১৩ সালে। একটি ধর্মনিরপেক্ষ ও পরিবেশে তাদের কেউ গড়ে তুলছেন তারা। এমনকি তাদের বাড়ি মান্নাতে প্রতিবছরই ঈদ এবং দিলওয়ালি দুটোই বেশ বড় করে পালন করা হয়। তবে কিছুদিন আগের দেওয়া একটি সাক্ষাৎকারে গরীব খান জানায় তার ছেলে আরিয়ান খান শাহরুখ খান অর্থাৎ বাবার ধর্মে বিশ্বাস করেন। এমনকি তিনি নিয়ম করে নামাজও পরে বলে জানিয়েছেন।
তবে এ ব্যাপারে শাহরুখ খান জানিয়েছেন তাদের ধর্ম গুরুত্বপূর্ণ নয় বরং তারা ভারতীয় এটাই তাদের সবচাইতে বড় পরিচয়। তবে ছবির ব্যাপারে ভারতের অন্যতম সংবাদ মাধ্যম গুলোর প্রতিবেদনে বলা হচ্ছে গৌরী খান ইসলাম ধর্ম গ্রহণ করেননি কিংবা ধর্ম পরিবর্তনও করেননি। নামের সাথে খান যুক্ত করলেও তিনি এখনো হিন্দু ধর্মে রয়েছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে ছবিটি ভাইরাল হয়েছে তা মূলত এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। বাস্তবে এ এরকম কোন ঘটনা ঘটেনি।