চোখের নিচের কালো দাগ দূর করার প্রাকৃতিক পদ্ধতি
- আপডেট সময় : ১২:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
অতিরিক্ত রাত জাগা, মানসিক অবসাদ, ক্লান্তি ইত্যাদি কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায়। যেটিকে আমরা ডার্ক সার্কেল নামেও বলে থাকি। যদি বয়সের কারণে এই ধরনের কালো দাগ দেখা যায় ( Eye Shadow ) তাহলে সেটি স্বাভাবিক। কিন্তু অল্প বয়সেই ছেলেমেয়েদের ক্ষেত্রে এই ধরনের দাগ ভালো লক্ষণ নয়।
মানুষের বয়স যত বাড়ে ত্বক ততই পাতলা হয়ে যায় এবং কোলাজেনের পরিমাণও কমে যায়। যার কারণে সৌন্দর্য ধরে রাখা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আবার পর্যাপ্ত পরিমাণে পানির অভাব দেখা দিলেও ডিহাইড্রেশনের কারণে চোখে নিচে কালো দাগ পড়তে পারে। তবে কারণ যাই হোক চলুন এর ঘরোয়া সমাধান বলে জেনে নেই।
চোখের নিচে কালো দাগ দূর করার উপায়
• প্রতিদিন সামান্য পরিমাণ টমেটোর রস চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করার ফলেই ত্বক নরম হবে এবং কালো ভাব কমে যাবে।
• রাতের বেলা ঘুমানোর আগে হাতের সামান্য পরিমাণ আমন্ড তেল নিয়ে সেটি চোখের নিচে মালিশ করে রাখুন। নিয়মিত এটি ব্যবহার করার ফলে চোখের নিচের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি ত্বকও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে।
• রূপচর্চায় প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে দুধ। এটি ত্বককে ঠান্ডা রাখে এবং পাশাপাশি সকল ধরনের কালো দাগ গুলো দূর করে। সামান্য পরিমাণে তুলায় কিছু পরিমাণে দুধ নিয়ে সেটি চোখের উপরে রেখে দেন। কিছু সময় পর পানিতে ধুয়ে ফেলুন।
• রূপচর্চায় আরো একটি বহুল ব্যবহৃত উপাদান হচ্ছে কমলার রস। এতে রয়েছে ব্লিচিং প্রপার্টি। যা কিনা ত্বককে উজ্জ্বল করে এবং দাগ গুলি দূর করে। সবচাইতে ভালো হয় এর সাথে কয়েক ফোটার লেবুর রস কিংবা গ্লিসারিন মিশিয়ে নিয়ে চোখের নিচে ব্যবহার করলে। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার এটি লাগান দেখবেন চোখের নিচের কালো দাগ দূর হয়ে গিয়েছে।
• সুস্বাস্থ্যের পাশাপাশি রূপচর্চায়ও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শশা। একটি শশা নিয়ে সেটিকে স্লাইস করুন। তারপর ৩০ মিনিটের জন্য টুকরো গুলো ফ্রিজে রাখুন। ঠান্ডা শশার টুকরো গুলো বের করে চোখের উপরে ১০ মিনিটে রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহারের ফলে চোখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং দাগ গুলো দূর হয়ে যাবে।
• স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি চা ত্বকের যত্নেও ব্যবহার করা হয়। টি ব্যাগ ব্যবহার শেষ হলে সেটি ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর বের করে চোখের নিচে দিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করুন এবং কিছুদিন পরে নিজেই পার্থক্য দেখুন।
অন্যান্য সচেতনতা
অনেক সময় এ ধরনের দাগ অন্যান্য রোগের লক্ষণ এবং উপসর্গ হিসেবে দেখা দেয়। যদি চোখের নিচের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় গুলি অবলম্বন করেও কোন সমাধান না পান তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
সুন্দরবন কুরিয়ারে পণ্য পাঠাতে কত টাকা খরচ হয়? জানতে এখানে প্রবেশ করুন।