দেশের বাজারে খুব শীঘ্রই আসছে রেডমির নতুন ফোন
- আপডেট সময় : ০২:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশের বাজারে আসতে চলেছে রেডমি নতুন ফোন। চীনা প্রতিষ্ঠান শাওমি এবার দুইটি মোবাইল আনতে চলেছে। একটি হচ্ছে Redmi A4 এবং অপরটি হচ্ছে Redmi Note 14 সিরিজ। আকর্ষণীয় বিষয় হচ্ছে দুটিতেই রয়েছে অত্যাধুনিক ফাইভ-জি প্রযুক্তি।
এছাড়াও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট। আশা করা যাচ্ছে আমাদের পাশের দেশ ভারতে এর দাম হতে পারে ১০ হাজার রুপির মধ্যে। এর আগে এত কম দামে ফাইভ-জি কানেক্টিভিটির মোবাইল দেখা যায়নি। অর্থাৎ কম বাজেটের মধ্যেও গ্রাহকরা এবার ফাইভ-জি স্মার্টফোন কিনতে পারবেন। এর আগে রেডমির ফোন নোট ১৩ সিরিজের সাফল্য বেশ ভালো। তারই ধারাবাহিকতায় এবারের Redmi Note 14 ভারতের বাজারে আসতে চলেছে।
এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে রেডমি নতুন ফোন Redmi A4 নভেম্বর মাসেই মার্কেটে আসতে পারে। অন্যদিকে Note 14 সিরিজ আসতে পারে আগামী ডিসেম্বরে। তবে ঠিক কবে নাগাদ আসতে পারবে এসম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি।
শাওমি ফোন প্রেমীদের জন্য আরো সুখবর রয়েছে। আগামী ২০২৫ সালের প্রথম দিকেই আসতে পারে শাওমি ১৫ সিরিজের মোবাইল গুলি। যদিও চীনা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।
কি কি থাকছে রেডমি নোট ১৪ তে
ইতিমধ্য মডেলটি চীনের বাজারে চলে এসেছে গত সেপ্টেম্বর মাসেই। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। এটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
রয়েছে দুইটি ভেরিয়েন্ট একটি হচ্ছে Redmi Note 14 pro plus এবং একটি হচ্ছে Redmi Note 14 Pro. প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন এবং ডিমেনসিটি ৭৩০০।
ক্যামেরা স্পেসিফিকেশন কি
প্রো সিরিজের রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারির ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সেই সাথে প্রো প্লাসে মোটামুটি একই ধরনের ক্যামেরা রয়েছে। তবে বাড়িতে সুবিধা হিসেবে রয়েছে পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা ফিচার।
ব্যাটারি ব্যাকআপ কেমন হবে
আধুনিক ফোন গুলোতে বেশ ভালো ধারণ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। যারই ধারাবাহিকতায় Redmi Note 14 Pro Plus এ ব্যবহার করা হয়েছে 6200mAh ব্যাটারি। ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। যাতে করে একজন ব্যবহারকারী খুবই অল্প সময়ে ফোনটি চার্জ করতে পারবেন।
Redmi Note 14 Pro মডেলে রয়েছে 5500mAh ব্যাটারী। সর্বোচ্চ ৪০ ওয়াট চার্জিং ক্যাপাসিটি সম্পন্ন এই মোবাইলটি ও কম সময়ে ফুল চার্জ করা যাবে।
Xiaomi Redmi A14 মোবাইল
তবে কম দামের ফাইভ-জি ফোন অর্থাৎ redmi a14 তে থাকতে পারে ৬.৭ ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। ৯০ হার্ড রিফ্রেশ রেটোর এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য গ্রাহকরা পাবেন ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর। সেই সাথে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালোই। ১৮ ওয়াটের চার্জিং সাপোর্টের সাথে রয়েছে 5000mAh এর ব্যাটারি।
বাংলাদেশ এবং ভারত সহ বিভিন্ন দেশে শাওমির ফোন গুলো খুবই জনপ্রিয়। তাইতো শাওমির নতুন ফোন বাজারে আসলে গ্রাহকরা বেশ উচ্ছ্বাসিত থাকেন। কারণ অল্প দামে অনেক সুবিধাও পাওয়া যায়। সেই সাথে পারফরম্যান্স এবং টেকসইতাও অনেক বেশি। বাংলাদেশের বাজারে হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে রেডমির নতুন ফোন গুলি।
বাজারে ছোট ইলেকট্রিক গাড়ির বড় সাফল্য। পুরো খবর জানতে এখানে প্রবেশ করুন।