রায়হান রাফির পরিচালনায় রাজ ও জিৎ একই সিনেমায়

রাজ ও জিৎ একই সিনেমায়
রাজ ও জিৎ একই সিনেমায়

রায়হান রাফির পরিচালনায় এবার একসাথে সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুপারস্টার জিৎ এবং বাংলাদেশের শরিফুল রাজ। এর আগেও মানুষ নামের একটি সিনেমায় জিৎ অভিনয় করেছিলেন যে যেটি নির্মাণ করেছিলেন বাংলাদেশের মুভি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। লায়ন সিনেমাতে বাংলাদেশ শরিফুল রাজ এবং জিৎ কে একসাথে অভিনয় করতে দেখা যাবে।

শাকিব খানের অন্যতম হিট সিনেমা তুফান মুক্তির পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে কলকাতার একজন সুপারস্টারকে নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি। সেই গুঞ্জন এবার বাস্তবে পরিণত হলো। রায়হান রাফি এ ব্যাপারে সাংবাদিকদেরকে জানান, ভারতের পশ্চিমবঙ্গে তুফান সিনেমা মুক্তির সময় তিনি জিৎ এর সাথে পরবর্তী মুভিটি নিয়ে আলাপ-আলোচনা করেন। জিৎ এবং শরিফুল রাজ অভিনীত লায়ন সিনেমাটি তৈরি হবে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায়। বাংলাদেশের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত হবেন ভারতের শ্যাডো ফিল্মসের সাথে।

এ ব্যাপারে জিৎ একটি সাক্ষাৎকারে বলেন আমি রাফির নির্মিত সিনেমা তুফান দেখেছে। তার সিনেমা পরিচালনা করার স্টাইল আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। এমনকি সিনেমার প্লট এবং গল্পটি শোনার পরেও আমি অনেকটাই আগ্রহ হয়েছে। এই মুহূর্তে শুধু এতোটুকু বলতে পারি দর্শকদের বিনোদনের কোন অভাব হবে না।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে ছিল যে রায়হান রাফির সাথে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে বর্তমান সময় তিনি জানিয়েছেন বরং সেই স্থলে অভিনয় করবেন শরিফুল রাজ। তিনি আরো জানান মুভিটিতে শরিফুল না যে চরিত্রটিতে বেশ চমক রয়েছে। আবার অনেকে ধারণা পোষণ করছেন যে একজন হয়তো বা ভিলেন থাকবেন এ ব্যাপারে তিনি পরিষ্কার করে বলেন। এই সিনেমাটি মূলত নায়ক ভিলেনের নয় বরং দুজনেই পাল্লা দিয়ে সমান ভাবে নায়কের ভূমিকায় থাকবেন। সে ক্ষেত্রে জিৎ এবং রাজ পাল্লা দিয়ে অভিনয় করবেন বলে তিনি জানিয়েছেন।

রায়হান রাফির পরিচালনায় রাজ ও জিৎ একই সিনেমায়

কিন্তু দুই ইন্ডাস্ট্রির দুই জন নায়ককে নিয়ে সিনেমা করার কারণ কি। এব্যাপারে নির্মাতা বলেন বাংলাদেশের সিনেমার বাজারকে সারা বিশ্বব্যাপী আরো বিস্তৃত করার লক্ষ্যেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। কলকাতা এবং ভারতের পশ্চিমবঙ্গে নায়ক জিৎ এর অসংখ্য দর্শক এবং ভক্ত রয়েছে। তাদেরকে টার্গেট করে আমরা বাংলা সিনেমাকে ছড়িয়ে যেতে চাই। কারণ বাংলাদেশের সিনেমা গুলো ভারতের লোকজন পছন্দ করলেও আমরা ব্যবসায়িকভাবে লাভবান হতে পারছি না। তাই বাংলা সিনেমাকে বিশুদ্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তাহলেই এই ইন্ডাস্ট্রি এগোতে পারবে।

জিৎ ও শরিফুল রাজা এর লায়ন সিনেমার গল্পের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সিনেমা মুক্তির আগে এব্যাপারে কোন কিছু প্রকাশ করতে চাইছি না। শুধু এটুকু বলতে পারি যে পুরোপুরি অ্যাকশনধর্মী ভাবে তৈরি করা হবে এই মুভিটিকে। আমরা এমন একটি গল্প নিয়ে কাজ করছি যেটি দর্শকরা আগে কখনো দেখেনি।

তবে নায়কের ভূমিকায় জিৎ এবং রাজ থাকলেও নায়িকার ভূমিকায় কারা থাকবেন সে ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে ঢালিউডের কোন নায়িকা অভিনয় করবেন এতে। তবে এই সিনেমাটি তিনটি পর্বে তৈরি হবে। ইতিমধ্যে গল্প লেখার কাজটি শেষ হয়েছে এবং আস্তে আস্তে প্রতিটি পর্বের শুটিং ও সম্পন্ন করা হবে। তিনটে ধাপের মধ্যেও প্রথম পর্বের শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে। জিৎ এবং শরিফুল রাজ অভিনীত লায়ন সিনেমাতে সামনের রোজার ঈদে মুক্তির পরিকল্পনার আছে বলে জানিয়েছেন এর নির্মাতা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *