এরকম বৃষ্টির আবহাওয়া কয়দিন থাকবে
- আপডেট সময় : ০৬:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবের সারা দেশ জুড়েই বজায় রয়েছে বৃষ্টির আবহাওয়া। বিগত দুইদিন ধরে টানা বৃষ্টিতে নেমে এসেছে দেশের তাপমাত্রা। এ নিম্নচাপের প্রভাবে গত দুই দিনে ঢাকায় অব্যাহত ছিল বৃষ্টি।
রবিবার সকাল ৬ টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির রেকর্ড করা হয়েছে ৩২ মিলিমিটার। এ সময় পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২২৩ মিলিমিটার। বৃষ্টির আবহাওয়ায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার। এমনকি পাহাড় ধসে একদিনে ৬ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃষ্টি সম্পর্কে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের কে জানান আগামী মঙ্গলবার পর্যন্ত সারাদেশে এরকম বৃষ্টিপাত হতে পারে। তারপর থেকেই কমতে পারে এবং এ ব্যাপারে সমুদ্র বন্দর গুলোকে সতর্ক করা হয়েছে।
এদিকে ঢাকা শহর ও সারা দেশে এরকম পরিবেশের কারণে জন জীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানির জন্য অনেক রাস্তাঘাট তলিয়ে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে লক্ষ লক্ষ মানুষ। এমনকি দেশের ঘটে যাওয়া ভয়াবহ বন্যা পরিস্থিতির পর আবারও আশ্রয় কেন্দ্রে ছুটতে হচ্ছে তাদের।
অতিরিক্ত বৃষ্টি এবং পানির কারণে বিঘ্ন হচ্ছে বিদ্যুৎ সংযোগ। যার কারণে জনজীবনে ভোগান্তি আরও বৃদ্ধি পেয়েছে।
এরকম বৃষ্টির আবহাওয়া কয়দিন থাকবে
আজ ১৫ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বিভাগের অনেক জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
এদিকে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সাংবাদিকদের কে জানান, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি স্থল ও নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের যশোর এবং খুলনা অঞ্চলের অবস্থান করছে। সেই সাথে এটি আস্তে আস্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণও এজন্য কমে যাচ্ছে।
এদিকে আবহাওয়ার সংবাদে আজকে ঢাকা সহ ১৫ টি অঞ্চলের ঝড়ের পূর্বাভাসের কথা বলা হয়েছে। এগুলোর মধ্যে হচ্ছে রাজশাহী, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ইত্যাদি এলাকা। দুপুরের পর থেকে এ সকল এলাকার উপর দিয়ে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হয়ে যেতে পারে।
বিগত কয়েকদিনের তীব্র তাপ প্রবাহে যেরকম জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল ঠিক তেমনি ভাবে বিগত কয়েকদিনের টানা দৃষ্টিতেও জনজীবনে নেমে এসেছে বিপর্যয়।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বন্ধ থাকে কি বার, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।