অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য কি | সজ্ঞাসহ বিস্তারিত জানুন
- আপডেট সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৫ বার পড়া হয়েছে
অণু ও পরমাণুর মধ্যেও পার্থক্য জানার আগে আমাদের এদের সংজ্ঞা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক্স থেকে প্রশ্ন করা হয়। এমনকি বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক এবং ব্যবসায় শাখার বিজ্ঞান সাবজেক্টেও এই প্রশ্নটি মাঝে মাঝেই পরীক্ষা এসে থাকে।
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য এবং সংজ্ঞা জানার আগে আমাদেরকে মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে জানতে হবে। সহজ ভাষায় বলতে গেলে যে সকল পদার্থকে ভাঙলে কিংবা বিশ্লেষণ করলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ।
যেমন আপনি যদি হাইড্রোজেনের একটি কণাকে ভাঙ্গেন থাকেন তাহলে হাইড্রোজেন ছাড়া অন্য কোন বৈশিষ্ট্য সম্পন্ন বস্তু পাবেন না তাই হাইড্রোজেনকে মৌলিক পদার্থ বলা যায়।
আবার যে সকল বস্তুকে ভাঙ্গলে বা বিশ্লেষণ করলে ওই বস্তু ছাড়াও ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অন্যান্য বস্তু পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। উদাহরণস্বরূপ পানির একটি কণাকে ভাঙলে আপনি হাইড্রোজেন এবং অক্সিজেন পাবেন।
পরমাণু কাকে বলে
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। এটাই সাধারণত রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবং স্বাধীনভাবে থাকতে পারে না।
অণু কাকে বলে
মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলিক বা যৌগিক পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে অনু বলে। পদার্থের অণু কখনো স্বাধীন ভাবে থাকতে পারে।
অণু ও পরমাণুর মধ্যেও পার্থক্য কি
আশা করি তোমরা অণু এবং পরমাণুর সংজ্ঞা সম্পর্কে ভালোভাবে জেনে গিয়েছো। এবার চলো এদের মধ্যেও পার্থক্য গুলো জেনে নেই।
১। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
২। পরমানুর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে কিন্তু অণু রাসায়নিক বিক্রিয়া য় অংশগ্রহণ করে না।
৩। পরমাণুর মধ্য সেই পদার্থের এবং রাসায়নিক ধর্ম বিদ্যমান থাকে। অণুর মধ্য রাসায়নিক পদার্থ গুলো বিদ্যমান থাকলেও রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না।
৪। পরমাণু শব্দের অর্থ অত্যন্ত ক্ষুদ্র এবং অণু শব্দের অর্থ ক্ষুদ্র।
৫। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
৬। পৃথিবীতে যৌগিক পদার্থের নির্দিষ্ট কোন সংখ্যা নেই বলে কোন সংখ্যাও নির্দিষ্ট নয়। এখন পর্যন্ত আবিষ্কৃত ১১৮টি পরমাণু রয়েছে।
৭। কোন অণুকে ভাঙলে ভিন্ন ভিন্ন অথবা একই পদার্থের পরমাণু পাওয়া। কিন্তু কোন পরমাণেকে ভাঙলে অন্য কোন কিছুর অস্তিত্ব থাকে না।
যদি পরীক্ষায় অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য করে এসে থাকে তাহলে উপরিক্ত বিষয় গুলি উল্লেখ করলে উত্তর হয়ে যাবে। এই ধরনের আরো প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য কনটেন্ট গুলি ভিজিট করুন।