জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও ফলাফল ২০২৫

- আপডেট সময় : ০৯:১৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
মেডিকেল এবং বেশ কয়েকটি পাবলিক ইউনিভার্সিটিতে ইতিমধ্য অ্যাডমিশন এক্সাম সম্পন্ন হয়ে গিয়েছে। এবার প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং এর সংক্রান্ত বিজ্ঞপ্তি। নতুন সেশন ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম শুরু হবে আগামী ৩ মে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানা যায়।
আগ্রহী শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে আবেদন করতে পারবেন ২১ জানুয়ারি বিকেল ৪ টা থেকে। একই সাথে আবেদনের শেষ সময় হচ্ছে ২৮ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত।
ভর্তি বিষয়ক যেকোনো তথ্য কিংবা অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য নিম্নোক্ত ওয়েবসাইটটি শিক্ষার্থীরা ব্যবহার করবে:
www.nu.ac.bd/admissions
এখান থেকেই ফরম ফিলাপ সহ যাবতীয় কার্যাবলী স্টুডেন্টরা সম্পন্ন করতে পারবে। প্রাথমিকভাবে অনার্স বা সম্মান প্রোগ্রামে ভর্তির জন্য একজন স্টুডেন্টকে প্রদান করতে হবে ৭০০ টাকা আবেদন ফি। সরাসরিও প্রদান করা যাবে এমন এমনকি বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনেও এটি জমা দেওয়া যাবে। তবে আবেদনের পর অবশ্যই ২ মার্চের মধ্যেও এটি সাবমিট করতে হবে অর্থাৎ টাকা জমা দিতে হবে। ভর্তির বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত বলে পূরণ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পদ্ধতি
অন্যান্য বার আমরা দেখেছি ন্যাশনাল ইউনিভার্সিটি তে জিপিএ এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হতো। অর্থাৎ শিক্ষার্থীরা অনলাইনে আবেদন সাবমিট করতে তারপর জিপি এর ভিত্তিতে পছন্দের কলেজগুলোতে চান্স পাওয়ার তালিকা দেয়া হতো। কিন্তু এবার ১০০ নম্বরের একটি mcq পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার জন্য সর্বমোট সময় থাকবে ১ ঘন্টা ৬০ মিনিট। সেই সাথে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতেও একটি নম্বর যুক্ত করা হবে। সর্বমোট ২০০ নম্বরে মধ্যমেধ তালিকা প্রস্তুত করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী
প্রথমে আসি ভর্তি যোগ্যতায়। যারা এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার চতুর্থ বিষয়ে সহ নূন্যতম জিপি ২.৫ ও ২.৫ মিলে ৫.৫ পেয়েছে তারা আবেদন করতে পারবে। আবার যারা কারিগরি শিক্ষা বোর্ড বা ভোকেশনাল শাখা থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য মাধ্যমিকে ২.৭৫ এবং উচ্চ মাধ্যমিকের ২.৫ পেতে হবে। এ দুই পরীক্ষা মিলে মোট জিপিএ থাকতে হবে ৬.০।
এবার যদি কোন শিক্ষার্থী স্নাতক সম্মান, প্রফেশনাল বা প্রাইভেট প্রোগ্রামে একই শিক্ষাবর্ষে কিংবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে ভর্তি হলে তার উভয় রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন (NU Admission Exam)
যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য নম্বর বন্টন হচ্ছে
বাংলা-২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ) ১০, পদার্থবিজ্ঞান ১৭, রসায়ন ১৭, গণিত এবং জীববিজ্ঞান ১৬
মানবিক বা অর্থনীতির বা ব্যবসায় শিক্ষা শাখার জন্য
বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান ১০ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে কোন ৪ টি বিষয। তবে যারা কমার্স শাখা থেকে পাস করেছেন তাদের জন্য হিসাব বিজ্ঞানের ২০ এবং ব্যবসায় নীতি ও প্রয়োগে ২০ নম্বর থাকে। ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন পাশ নম্বর হবে ৩৫। অর্থাৎ একশোর মধ্যে ৩৫ পেতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য যাবতীয় তথ্য সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এপ্লিকেশনের একটি কপি অফসেট সাদা কাগজে প্রিন্ট করে নিজের কাছে সংগ্রহ করতে হবে। সেই সাথে ছবির মাপ হবে ১২০/১৫০ পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ হবে ৫০ কিলোবাইট।