না ফেরার দেশে চলে গেলেন নবাগত নায়িকা মেঘলা

নবাগত নায়িকা মেঘলার রহস্যজনক
নবাগত নায়িকা মেঘলার রহস্যজনক

বিনোদন জগতের নতুন মডেল সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃ ত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তার এই মৃ ত্যুর ঘটনাটির ব্যাপারে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন রুকসানা।

ঢাকার রাজধানী মিরপুরে বসবাস করতেন না নবাগত নায়িকা এবং তরুণ মডেল সাদিকা রহমান মেঘলা। তিনি তার গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে গিয়েছিলেন এবং সেখানেই তার মৃ ত্যু র ঘটনাটি ঘটে।

মেঘলার রহস্যজনক মৃ ত্যু র ব্যাপারে তার বোন রোকসানা সাংবাদিকদেরকে জানান, আপু আমাদের বাড়িতে আসার পর থেকে খুব হাসি খুশি ছিলেন। ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে আমরা সবাই মিলে গল্প করি এবং আড্ডা দিয়ে কাটিয়েছি। হঠাৎ করে আপু বলল তার শরীর খারাপ লাগছে। যার প্রেক্ষিতে আমরা তাকে গোসল করার কথা বলি এবং তারপর আবার আপু স্বাভাবিক ছিলো।

রাতে আপু জানায় তার পায়ে খুব জ্বালাপোড়া করছে। যার কারণে আমরা মেঘলার পায়ে তেল মালিশ করে দেই তারপর পরিবারের সবাই রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎই রাতের ২ টার দিকে আপু চিৎকার করে ওঠে। তখন আমার ভাইয়া তার কাছে যায় এবং সে কিছুটা কথা বললে আবার পরে ঘুমিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই ভাইয়া দেখে আপু তা হাত-পা ছড়িয়ে বিছানায় শুয়ে আছে।

নবাগত নায়িকা মেঘলার রহস্যজনক মৃ ত্যু

মেঘলার বোন রোকসানা আরো জানান, ভাইয়া আপুর হাত ধরে দেখে সেটি ঠান্ডা হয়ে গিয়েছে এবং কোনরকম সারা শব্দ নেই। তারপর রাত ৩ টার দিকে আপুকে নিয়ে নেত্রকোনা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসকরা জানান আপু আর নেই। আমাদের আব্বু বিগত ১০ বছর আগে মারা গিয়েছেন এবং আব্বুর ব্যবসা থেকে শুরু করে সবকিছুই মেঘলা আপু দেখাশোনা করত। সে আমাদেরকে কোনদিন বাবার অভাব বুঝতে দেয়নি। মেঘলা আপুর এরকম মৃ ত্যুতে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। শুক্রবার জুমার নামাজের পর আপুর দাফনের কাজ সম্পন্ন হয়েছে। আপু যদি আপনাদের কাছে কোন ভুল করে থাকেন তাহলে আপনারা ক্ষমা করে দেবেন।

মডেল মেঘলার প্রকৃত নাম সাদিয়া সাদিয়া রহমান মেঘলা হলেও বিনোদন জগতে তিনি আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরাবী রহমান নামে। গত জুলাই মাসের ১৪ তারিখে একটি বিদেশী কোম্পানির বিজ্ঞাপনের মডেল হিসেবে তিনি কাজ করা শুরু করেন। তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায় তিনি বাংলাদেশের সিনেমার নায়িকা হওয়ার স্বপ্নে দেখছিলেন এমনকি দুই / তিনটি সিনেমায় কাজ করার ব্যাপারে কথাও চূড়ান্ত হয়েছিল।

কিন্তু সেই সকল সিনেমাতে কাজ করার আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে।
মডেল মেঘলার রহস্যজনক মৃ ত্যু তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার কিশোরগঞ্জে জন্ম হলেও নেত্রকোনায় বেড়ে ওঠেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *