মহা কুম্ভ মেলা | বিশ্বের সবচাইতে বড় জনসমাগম

- আপডেট সময় : ০৩:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
ভারতের উত্তরপ্রদেশের একটি জায়গা যার নাম হচ্ছে প্রয়াগ রাজ। সেখানে অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় মহা কুম্ভ মেলা। গত সোমবার এটির শুরু হয়েছে এবং ইতিমধ্য এখানে যোগদান করছেন লক্ষ লক্ষ মানুষ। বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা আল জাজিরা এবং বিবিসির মাধ্যমে এই তথ্য গুলো জানিয়েছে। সাধারণত প্রতি ১২ বছর পর পর এই মেলাটি অনুষ্ঠিত হয় বলে বিধায় মানুষের আগ্রহ থাকে অনেক। এবং অনুষ্ঠিত হওয়ার দিন থেকে এটি চলে পরবর্তী ৪৫ দিন পর্যন্ত।
আমরা জানি ভারতের সবচাইতে পবিত্র নদী হচ্ছে গঙ্গা যেটির সাথে সংযোগ রয়েছে যমুনা এবং সরস্বতী নদীর। আর এই সংযোগস্থলটির নাম সঙ্গম। এখানে গোসল করার একটি রীতি অনেক আগে থেকে প্রচলিত হয়ে আসছে।
মহাকুম্ভ মেলায় আশা সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন যে যদি এই স্থানে অর্থাৎ নদীতে গোসল করা যায় তাহলে সকল পাপ মোচন হয়ে যায়। সেই সাথে আত্মাও বিশুদ্ধ হয়ে যায় এবং মানুষের জন্ম – মৃত্যু চক্র থেকে রেহাই লাভ করা যায়। সনাতন ধর্মাবলম্বীদের মূল একটি লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ। এই মহা কুম্ভ মেলায় প্রায় ৪০ কোটি তীর্থযাত্রী এসে থাকেন। আপনি জেনে অবাক হবেন যে মহাকুম্ভ মেলা এতটাই বিশাল যে মহাকাশ থেকেও এর অবস্থান এবং দৃশ্য দেখা যায়।
মহা কুম্ভ মেলা কি ও কোথায় হয়
বিগত মেলার অনুষ্ঠান গুলো হতে এবার অনুমান করা হচ্ছে যে ৫০ থেকে ৮০ লাখ মানুষ সোমবার থেকে স্নান করবেন এবং পরবর্তী দিন গুলোতে এই মানুষের সংখ্যা ছাড়া যেতে পারে দুই কোটিতে। এমনকি ধূলোয় মাখা নাগা সন্যাসিরা এখানে স্নান করতে আসেন বলে জানা গিয়েছেন।
এদিকে বিশাল এ জনসমাগমকে কেন্দ্র করে প্রয়োগ রাজ শহরের স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন। এরই মধ্যে বিভিন্ন পর্যটকদের মধ্যে তৈরি করা হয়েছে বিশাল একটি তাবু। যেটি অবস্থিত রয়েছে প্রায় ৪ হাজার হেক্টর এলাকার উপর। তবে অনেক কার্যক্রমই এখনো বাকি আছে বলে জানা গিয়েছেন। বিভিন্ন সংবাদ এবং ভক্তদের মাধ্যমে জানা গিয়েছে যে এখানে এখন পর্যাপ্ত পানি এবং অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি প্রয়োজনীয় শৌচাগার এবং বিদ্যুতের লাইনও পুরোপুরি ভাবে চালু হয়নি।
এ ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে এবারের মৌসুমী বৃষ্টির পানি অনেক দেরিতে নেমে গিয়েছে যার কারণে যথা সময় প্রস্তুতি সম্ভব করা সম্ভব হয়নি। তবে বিশাল এই মহা কুম্ভ মেলা কে কেন্দ্র করে যত দ্রুত সম্ভব প্রস্তুতি শেষ করার উদ্যোগ গ্রহণ করেছে তারা। ৬৫০ কিলোমিটারের একটি অস্থায়ী রাস্তা নির্মাণ করেছে পর্যটকদের জন্য। সেই সাথে মহা কুম্ভ মেলার নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রায় ৪০ হাজার পুলিশ কর্মী এবং ১ লাখের বেশি মানুষ।
জানা গিয়েছে এই মহা কুম্ভ মেলার প্রধান আকর্ষণ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে নাগা সন্ন্যাসীদের উপস্থিতি। সাধারণত জীবনের একটি লম্বা সময় ধরে গোসল করেন না। কিন্তু এই মেলায় এসে বরফ ঠান্ডা পানিতে তাদের শরীর পরিষ্কার করেন।