গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিস অফিসারের কাজ কি

- আপডেট সময় : ১১:০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিস (Trainee Officer) অফিসারের জব সার্কুলার। উক্ত পজিশনে যোগদান করার জন্য যেকোনো প্রার্থীকে চার বছরের স্নাতক/অনার্স অথবা ৩ বছরের পাস কোর্স ডিগ্রী সহ মাস্টার্স ডিগ্রি প্রয়োজন হয়। তবে যদি কোন প্রার্থী তার শিক্ষা জীবনের তৃতীয় শ্রেণীর রেজাল্ট বা সিজিপিএ থাকে তাহলে আবেদন করতে পারবেন না। আবার গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিস অফিসারের কাজ কি সেটিও হয়তোবা অনেকেই পুরোপুরি জানেন না।
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা সেই বিষয়ে জানবো। একজন শিক্ষানবিশ অফিসার (Grameen Bank Trainee Officer Job) যখন নিয়োগপ্রাপ্ত হন তখন তাকে ১ বছরের মধ্যে দুইটি পর্বে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের প্রথম পর্বে তাকে নিয়মিত হারে ১৩,০০০ টাকা বেতন প্রদান করা হয় এবং দ্বিতীয় পর্বে প্রতিমাসে ১৫,০০০ টাকা বেতন প্রদান করা হয়। যথাযথ প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে যোগদানের পর নবম গ্রেড অনুযায়ী বেতন প্রদান করা হয় ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত। তারপর ধীরে ধীরে সিনিয়র অফিসার পদে তারা পদোন্নতি পেয়ে থাকেন। চাকরি কালীন সময়ে বেতন ভাতা ছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করা হয়।
গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিস অফিসারের কাজ কি
বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ ব্যাংক। সারা দেশজুড়ে এর অনেক শাখা রয়েছে যার মাধ্যমে দরিদ্র এবং বিভিন্ন শ্রেণীর জন্য গোষ্ঠীর আর্থিক উন্নয়নে এরা কাজ করে থাকে। ক্ষুদ্র ঋণ প্রদান, দারিদ্র্য বিমোচন কার্যক্রম ইত্যাদি এদের জনপ্রিয় কাজ। চলুন উক্তপদে যোগদান করার পরে আপনাকে কে কে দায়িত্ব পালন করতে হবে সে সম্পর্কে জেনে নেই।
• একজন ট্রেইনি অফিসার গ্রাহকদের সেবার জন্য সঞ্চয়, ঋণ সংক্রান্ত তথ্য প্রদান একাউন্ট ওপেন এবং লেনদেন পরিচালনায় সহায়তা করে থাকেন।
• যেকোনো ধরনের ঋণ বিতরণ এবং ঋণ গ্রহীতা যাতে সঠিক সময়ে তার লোন পরিশোধ করতে পারে তার জন্য উৎসাহ প্রদান করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
• ঋণ গ্রহণ, ঋণ আদায়ের প্রতিবেদন তৈরি করতে হবে। সেই সাথে শাখা ব্যবস্থাপকের নির্দেশনা বিভিন্ন ধরনের নথিপত্র সংগ্রহ কোন থেকে শুরু করে ব্যাংকের নীতিমালা মেনে বাকি কার্যক্রম পরিচালনা করতে হবে।
• যখন নতুন কোন কর্মী যোগদান করে তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কৌশল শেখানো।
মূলত গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের কাজ (Grameen Bank Trainee Officer Job) একজন নিয়মিত কর্মকর্তার মতই। প্রবেশনারি পিরিয়ড মূলত একজন অফিসারকে তার দায়িত্ব এবং কর্ম সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করার সুযোগ প্রদান করে থাকে। তারপর সে যখন সফলভাবে এই প্রবেশনারির সময়টি শেষ করে তখন নিয়মিত বেতন এবং অন্যান্য সম্পূর্ণ সুযোগ সুবিধা গুলো প্রদান করে তাকে দায়িত্ব দেওয়া হয়। গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিস অফিসারের কাজ আর নিয়মিত বা স্থায়ী অফিসারের কাজ একই ধরনের। তবে যখন পুরোপুরি রেস্পন্সিবিলিটি প্রদান করা হবে তখন রিপোর্টিং সহ আরো নানা ধরনের কাজ করতে হবে।