আজ থেকে শুরু হলো নতুন প্রজন্ম জেনারেশন বিটা
- আপডেট সময় : ০২:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
আজ ১ জানুয়ারি ২০২৫ বুধবার শুরু হলো নতুন বছর। শুধুমাত্র একটি বছরই নয় বরং সারা বিশ্বজুড়ে এসেছে আর একটি পরিবর্তন। আজ থেকে যারা জন্মগ্রহণ করবে তারা হচ্ছে জেনারেশন বিটা বা জেন বিটা। আগামী ২০৩৯ সাল পর্যন্ত জন্মগ্রহণ করা সকল শিশুরাই এই জেন বিটার অন্তর্ভুক্ত। এমনকি ২০৩৫ সাল নাগাদ সারা বিশ্বের মোট জনসংখ্যার ১৬ শতাংশই হবে জেন বিটা।
এমনটাই তথ্য প্রকাশ করেছেন গবেষক মার্ক ম্যাকক্রিন্ডল। মার্ক হলেন সেই ব্যক্তি যিনি কিনা আলফা প্রজন্মের নামকরণ করেছিলেন। মূলত ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সকল শিশু জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে জেনারেশন আলফা। আবার সাম্প্রতিক সময়ের সবচাইতে আলোচিত জেনারেশন অর্থাৎ জেন জি, যাদের জন্ম ১৯৯৬ সাল থেকে ২০১০ সালের মধ্য। গেল বছর অর্থাৎ ২০২৪ সালে আলোচনা শীর্ষে ছিল এই জেনারেশন জেড।
তবে অন্যান্য প্রজন্মের তুলনায় জেনারেশন বিটা সবচাইতে বেশি প্রযুক্তির নির্ভর হবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি পুরোপুরি ভাবেই এরা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে নির্ভরশীল হবে। যার প্রভাব আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। প্রযুক্তি নির্ভর প্রায় সকল প্লাটফর্মেই এআই এর ব্যবহার শুরু হয়ে গিয়েছে। জেনারেশন বিটার জন্য পৃথিবীতে টিকে থাকার লড়াই বেশ কঠিন হবে। এমনকি সারা পৃথিবী জুড়ে জনসংখ্যার যে বিশাল পরিবর্তন আসবে তাদের ক্ষেত্রে ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।
জেনারেশন বিটা কি জন্য অন্যদের থেকে আলাদা হবে
আমরা জানি সারা বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের প্রকৃতি এবং পরিবেশগত সমস্যা গুলো বৃদ্ধি হতে চলেছে। এমনকি বিগত মাত্র কয়েক দশকেই কলকারখানা শিল্পকারখানা বাণিজ্য ইন্টারনেটের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে
তাই অন্যান্য প্রজন্মের তুলনায় জেনারেশন বিটার শিশুরা সবচাইতে বেশি চ্যালেঞ্জিং জীবন পার করবে। এমনকি এই শিশুরা সবচাইতে বেশি দিন বাঁচবে বলেও ধারণা করা হচ্ছে। ভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ২০২৫ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত যে সকল শেষের জন্য গ্রহণ করবে তাদের মধ্যে অনেকে সুস্থ ভাবে ২১০০ সাল পর্যন্ত বেঁচে থাকবে। এর কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি। যার কারণে অতীতের অন্য সকল জেনারেশন থেকে জেন বিটা সবচাইতে বেশিদিন টিকে থাকবে।
এমনকি জেন ওয়াই এবং কম বয়সি জেন জেড এই দুই প্রজন্মের মিলিত ছেলে মেয়েদের সন্তান হবে জেনারেশন বিটা। নতুন এই প্রজন্ম আগামীর অর্থনীতির সমাজ ব্যবস্থা বিশ্ব জনসংখ্যা নগরায়ন ইত্যাদির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে। এমনকি তাদের জীবন পুরোটাই প্রযুক্তি নির্ভর হবে। কারণ যেভাবে বুদ্ধিমানের অগ্রগতি হচ্ছে তাতে আগামী দিন গুলোতে মানুষের জীবনের প্রতিটি সেক্টরের প্রযুক্তির প্রভাব থাকবে।