গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
- আপডেট সময় : ১২:৪৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে সড়ক অবরোধ করেছে। এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয় বেশ যানজটের। এমনকি কর্মজীবী মানুষেরা যথাসময়ে সময়ে অফিসে যেতে পারছে না। সকাল থেকে এই মূলত এই আন্দোলন চলছিল।
উক্ত এলাকার টি এন্ড জেড লিমিটেডের শ্রমিকরা বাকি থাকা বেতনের দাবিতে সকাল থেকে রাস্তায় নেমে। এ সময় গাজীপুরে চৌরাস্তা থেকে ঢাকার উত্তরা উদ্দেশ্যে রওনা দেওয়া এক লোকের সাথে কথা বলে জানা যায়, সকালবেলা বের হয়ে রাস্তা থেকে এগিয়ে ভোগড়া বাইপাস এলাকায় পৌঁছেছেন। কিন্তু সেখান থেকে যাওয়ার জন্য আর কোন গাড়ি পাচ্ছেন না। অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট লেগে আছে। তিনি আরো জানান শ্রমিকরা যদি এভাবে রাস্তা অবরোধ করে রাখেন তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে চলাচল করবো।
এব্যাপারে গাজীপুরের শিল্প পুলিশ এবং আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, মালেকের বাড়ি এলাকার টি এন্ড জেড লিমিটেডের শ্রমিকদের বেতন প্রদান না করেই কারখানা বন্ধ করা হয়েছে। উক্ত গ্রুপের ছয়টি কারখানার বেতন বাকি রয়েছে দুই মাসের। শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই বেতনের দাবিতে দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ সেটি প্রদান করেননি।
যার কারণে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এই সড়কটি দিয়ে মূলত টাঙ্গাইল এবং ময়মনসিংহের রাস্তায় গাড়ি চলাচল করে।
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
যে সকল শ্রমিক আন্দোলন করেছিল তাদের সাথে কথা বলা জানা যায়, বিগত দুই মাস ধরে বেতন দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত সেটা দেয়নি। যার কারণে বাধ্য হয়েই তারা গাজীপুরের সড়ক অবরোধ করেছেন। তাদের বাসাবাড়ি, গ্যাস বিল, দোকান বাকি ইত্যাদি রয়েছে। এছাড়াও চাকরির সুবাদে গাজীপুর থাকলে এখানে নেই কোন আত্মীয়-স্বজন। যার কারণে বেতন ছাড়া মানবেতর জীবন যাপন করতে হচ্ছে অনেককেই।
গাজীপুর হতে ময়মনসিংহ এবং টাঙ্গাইল যাওয়ার মূল এই সড়কটিতে প্রতিনিয়তই অসংখ্য গাড়ি চলাচল করে। ময়মনসিংহ থেকে ঢাকা আসার অন্যতম রাস্তায় এটি।। সেই সাথে টাঙ্গাইল হয়ে রাজশাহী, রংপুর, দিনাজপুর ইত্যাদি এলাকার গাড়ি গুলো এই রোডে চলাচল করে। যার কারণে গাজীপুরে এই সড়কটি কিছুক্ষণ বন্ধ থাকলে অনেক জ্যাম লেগে যায়।
তাছাড়া এই রাস্তার দুই পাশে এলাকা গুলোতে রয়েছে অসংখ্য পোশাক কারখানা। যার কারণে মাঝে মাঝে এই পোশাক শ্রমিকদের আন্দোলন করার কারণে যানজটের তৈরি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে।
প্রেগন্যান্ট হওয়ার প্রাথমিক লক্ষণ গুলো জানতে এখানে প্রবেশ করুন।