কম টাকায় লাভজনক ডিলারশিপ ব্যবসার আইডিয়া

- আপডেট সময় : ০৭:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
নিরাপদ এবং লাভজনক হিসেবে ডিলারশিপ ব্যবসা বেশ জনপ্রিয়। উঠতি তরুণরা থেকে শুরু করে নানা বয়সী লোকেরা এই বিজনেসের দিকে এখন ঝুঁকছেন। কিন্তু শুরু করার আগে ন্যূনতম ধারণা তো অবশ্যই প্রয়োজন হবে। তাই কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে এই বিজনেস প্রতিষ্ঠিত করতে পারেন চলুন জেনে নেই।
ডিলারশিপ ব্যবসা কিভাবে শুরু করবেন
দেশে বিভিন্ন বড় বড় কোম্পানি নানা ধরনের পণ্য উৎপাদন করে অথবা বিদেশ থেকে আমদানি করে। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে বাইরে থেকে কাঁচামাল এনে দেশে সেগুলো সংযোগ করা হয়। আর একটু কোম্পানির পক্ষে সারাদেশে প্রোডাক্ট গুলি বিতরণ করা সম্ভব হয় না। তাই বিভিন্ন এলাকায় ডিলারশিপ নিয়োগ প্রদান করা হয়। তারপর সেই ডিলারশিপের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পণ্যগুলো পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
আপনি বাজারে এই ধরনের অনেক ডিলারশিপের দোকান দেখতে পারবেন। এই ছোট ছোট দোকান মূল প্রতিষ্ঠান হতে পণ্য সরাসরি এনে প্রত্যাদের কাছে পৌঁছিয়ে দেয়। আবার বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পাইকারি বিক্রি করে।
চুক্তিপত্র করা
যখনই প্রতিষ্ঠানের সাথে আপনি এই ধরনের কাজে যুক্ত হবেন তখন আপনাকে চুক্তিপত্র করতে হবে। চুক্তিপত্রে যাবতীয় শর্তাবলী এবং নিয়মাবলী লেখা থাকবে যেগুলো মেনে চলা বাঞ্ছনীয়। এমনকি পণ্যের সরবারহ থেকে শুরু করে সকল ধরনের সমস্যা তারাই সমাধান করে দেবে।
মার্কেটিং টিম
পণ্য বিক্রি করার খুব একটা সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন বড় মার্কেটিং টিম। মার্কেটিং যত ভালো হবে সেই পণ্যটি বিক্রি করা ও তথ্য সহজ হবে এবং ভালো মুনাফা অর্জন করা যাবে। ডিলারশিপের পরিচালকরা নিজেরাই একটি টিম গঠন করে যার মাধ্যমে পণ্য বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করে।
চুক্তি অনুযায়ী অনেক প্রতিষ্ঠান ডিলারশিপ বিজনেসম্যানদের বাকিতেও জিনিসপত্র দিয়ে থাকে। চাইলে যে কোন নগদেব কিনতে পারেন। আবার কমিশনে অনেকেই বিক্রি করে থাকে। তাই আপনি কোন পদ্ধতিতে শুরু করতে চান সেটি আগে থেকেই চুক্তিতে উল্লেখ করে রাখুন।
পণ্যের চাহিদা
ডিলারশীপ বিজনেস আইডিয়া নির্ভর করবে সে এলাকার পণ্যের চাহিদার উপর। তাই যে এলাকাতে বসবাস করেন কিংবা ব্যবসা শুরু করতে চান সেখানকার আশেপাশে কি কি ধরনের পণ্য বিক্রি হচ্ছে আর কোন কোন ধরনের পণ্যের চাহিদা আছে সেগুলো বিশ্লেষণ করুন। এভাবে সঠিক পণ্যটি নির্বাচন করলেই ভালো ব্যবসা করতে পারবেন।
ডিলারশিপ বিজনেস আইডিয়া
কৃষি যন্ত্রপাতি
গ্রাম এবং মফস্বল এলাকায় কৃষি যন্ত্রপাতির ব্যাপক চাহিদা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কীটনাশক সার চাষাবাদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জাম।
গাড়ির যন্ত্রপাতির ডিলার
মোটরসাইকেল, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি গাড়ির সরঞ্জাম ব্যাপক হারে কেনাবেচা হয়। এগুলো সবচাইতে ভালো চলে শহর এবং মফস্বল এলাকাগুলোয়। শহরের আশেপাশে কিংবা মূল শহর থেকে কিছুটা দূরে হলেও যদি এরকম একটি ডিলার দিতে পারেন তাহলে ভালো ব্যবসা করতে পারবেন।
কসমোটিকস সামগ্রী
সারা দেশজুড়েই সকল জায়গায় কসমেটিক্স এবং প্রসাধনের সামগ্রীর প্রচুর চাহিদা রয়েছে। মার্কেটের আশেপাশে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভারসিটির আবাসিক এরিয়া গুলাতে এই ধরনের পণ্য বিক্রি করা খুবই সহজ। সেই সাথে খুচরা ব্যবসায়ীদের জন্য ভালো সম্পর্ক বজায় রেখে বিজনেস করতে পারলে ভালো প্রফিট করা যাবে।
বই বিক্রি
যে সকল এলাকা গুলোতে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি সেখানে বই এবং সংশ্লিষ্ট সরঞ্জামের একটি ডিলারশিপ দিতে পারেন। এক্ষেত্রে বইয়ের পাশাপাশি খাতা, কলম, জ্যামিতি বক্স ইত্যাদি বিক্রি করা যেতে পারে।
মেডিসিনের ব্যবসা
ডিলারশিপ বিজনেস আইডিয়ার মধ্যে এটি খুবই অন্যতম। এমনকি গ্রাম এলাকাতেও এই মেডিসিনের বিজনেস করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। এর জন্য আপনাকেও এ সম্পর্কে ভালো দক্ষ হতে হবে।
ফার্নিচার বিক্রি
কাঠের বোর্ডের বিভিন্ন ধরনের আসবাবপত্র শহরের মানুষের পাশাপাশি গ্রামের লোকেরাও ব্যাপকভাবে কিনা থাকে। তাই ফার্নিচারের ডিলারশিপ দিতে পারেন। তবে এর জন্য বেশ ভালো টাকা ইনভেস্টমেন্ট। সবচাইতে ভালো হয় ইতিমধ্যে এই ধরনের বিজনেস চালাচ্ছে এমন কারো কাছ থেকে পরামর্শ নিতে পারলে বা সেখান থেকে শিখলে।
উপরের ডিলারশিপ বিজনেস আইডিয়া থেকে যেকোনো একটি বেছে নিয়ে আপনিও আজ থেকে শুরু করতে পারেন নিজের ব্যবসা। এ ধরনের আরো আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য কনটেন্ট গুলি ভিজিট করুন।