পুষ্পা ২ সিনেমাতে ডেভিড ওয়ার্নার অভিনয় করছেন

পুষ্পা ২ সিনেমাতে ডেভিড ওয়ার্নার
পুষ্পা ২ সিনেমাতে ডেভিড ওয়ার্নার

আল্লু আর্জুনের জনপ্রিয় পুষ্পার ২ সিনেমাতে এবার অভিনয় করছেন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তার একটি শুটিং এর ছবিও বেশ ভাইরাল হয়েছে। পুষ্পা সিরিজের দ্বিতীয় এই ছবিটির রিলিজ ডেট নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা রকম আলোচনা এবং সমালোচনা।

ইতিমধ্যে বেশ কয়েকবার নির্ধারণ করা হয়েছিল রিলিজের তারিখ। এরই মধ্যেই পুষ্পা ২ তে ডেভিড ওয়ার্নারের একটি ক্যামিও থাকছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

করোনা পরবর্তী সময়ে জনপ্রিয় এই ক্রিকেটার তার স্ত্রীর সাথে তামিল এবং তেলেগুর বিভিন্ন গানের সাথে টিকটক করে বেশ মনোযোগ আকর্ষণ করেছিলেন দর্শকদের। এমনকি তার এই টিকটকের অভিনয় দর্শকরাও বেশ উপভোগ করেছে।

ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ভারতের সাউথ ইন্ডাস্ট্রির আল্লু আর্জুনের ব্যাপক ভক্ত। এর আগে তিনি আইপিএলের অনুষ্ঠানে আল্লু আর্জুনের শ্রবল্লি গানের সাথে নেচে ছিলেন। এর মাধ্যমে তিনি তার ভক্তদের উৎসাহিত এবং আনন্দিত করে থাকেন। এছাড়া ওয়ার্নার ভারতের বিখ্যাত সিনেমা পরিচালক রাজমৌলির সাথে একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন। যেখানে তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। বিজ্ঞাপনে তার কমেডি মূলক অভিনয় দর্শকরা বেশ উপভোগ করেছেন।

এবার সেই ডেভিট ওয়ার্নার পুষ্পা ২ সিনেমাতে অভিনয় করছেন। এর আগে তেলেগু সিনেমার ভক্তরা ওয়ার্নার পুষ্পা ২ সিনেমার ছোট একটি চরিত্র দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে পরিচালক সুকুমারের অনুরোধে তাকে একটি ক্যামিওর জন্য আহ্বান জানানো হয়েছে।

পুষ্পা ২ সিনেমাতে ডেভিড ওয়ার্নার অভিনয় করছেন

এই ঘটনাকে এটাকে আরো উসকে দিয়েছে একটি ছবি। বেশ কিছুদিন ধরে ডেভিড ওয়ার্নারের হেলিকপ্টার থেকে নেমে যাওয়া একটি ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পোস্ট করে বলা হচ্ছে এটি আল্লু আর্জুনের পুস্পা টু সিনেমার একটি ক্যামিওর শুটিং হতে পারে। যদি বাস্তবে এরকমটা ঘটে তাহলে সেটা দর্শকদের জন্য ব্যাপক উত্তেজনার সৃষ্টি করবে। সেই ছবিতে এই ক্রিকেটারকে সাদা প্যান্টের সাথে একটি কালারফুল শার্ট পড়ে হাতে দেখা যায়। তার পরনে ছিল লাল রঙের জুতো।

খুব দ্রুত এই ছবিটি সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম গুলোতে ছড়িয়ে পড়ে।

ক্রিকেটার ডেভিড ওয়ার্নার যেহেতু ইতিমধ্যেই অভিনয়ের সাথে নিজেকে জড়িত করতে চাচ্ছেন তাই নতুন উদ্যোগে তিনি অনেক ভালো করবেন বলে ভক্তদের আশা। এমনকি ক্রিকেট জগত থেকে অভিনয় জগতেও তাকে নিয়ে রয়েছে ভক্তদের অনেক আকাঙ্ক্ষা। পুষ্পা ২ সিনেমাতে ডেভিড ওয়ার্নারের অভিনয় সত্যিই সেই আকাঙ্খাকে অনেকটাই পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

David warner in pushpa 2

সাউথ ইন্ডাস্ট্রিজ জনপ্রিয় নায়ক আল্লু আর্জুন। ভারত এবং সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশও তার অগণিত ভক্ত রয়েছে। আর তার সবচাইতে জনপ্রিয় ছবি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পুষ্পা। এই সিনেমার দ্বিতীয় কিস্তি অর্থাৎ পুষ্পা ২ খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। আর সেই পুষ্পা ২ ডেভিড ওয়ার্নারের ক্যামিও নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। পুষ্প সিনেমাতে এর আগে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন ফাহাদ ফাসিল।

কিন্তু সিডিউলের কারণে তিনি পুষ্পা ২ সিনেমায় থাকতে পারছেন না বলেই গুঞ্জন উঠেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ডেভিড ওয়ার্নার পুস্পা সিনেমাতে ক্যামিওতে অভিনয় করলে ব্যাপক সাড়া ফেলবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *