প্রকাশিত হলো ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
- আপডেট সময় : ০২:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
২০২৫ সালের ৭ম শ্রেণীতে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশে মোট ক্যাডেট কলেজ রয়েছে ১২টি। যার মধ্যেও ছেলেদের জন্য রয়েছে ৯টি এবং মেয়েদের জন্য রয়েছে ৩টি। ৭ম শ্রেণীতে ভর্তির জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করে ভর্তি পরীক্ষা দিতে হয়। আগ্রহে প্রার্থীরা ষষ্ঠ শ্রেণীর থেকে উত্তীর্ণ হওয়ার পর এডমিশন এক্সামে অংশগ্রহণ করতে পারবেন।
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সম্পর্কিত বিস্তারিত বিবরণ
অনলাইনে আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৪
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৪
আবেদনের নির্ধারিত ফ্রি: ২৫০০ টাকা
যে তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ৪ জানুয়ারি ২০২৫
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।
Cadet College Admissions Circular 2025
২০২৫ সালের দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য অন্যতম যোগ্যতা এবং শর্ত বলে রয়েছে। নিম্নে সেগুলো বর্ণনা করা হলো।
১। আগ্রহের প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। চলতি বছরে অবশ্যই ষষ্ঠ শ্রেণি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৭ম শ্রেণীতে উঠতে হবে।
৩। প্রার্থীর বয়স ২০২৫ সালের ১জানুয়ারি পর্যন্ত ১৩ বছর ৬ মাস হতে হবে।
৪। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৪ ফুট ৮ ইঞ্চি। শারীরিক এবং মানসিকভাবে অবশ্যই সুগঠিত থাকতে হবে।
৫। ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী যদি কোন প্রার্থী এর আগে ক্যাডেট কলেজে ভর্তি হয়ে থাকে তাহলে তিনি পরীক্ষার অযোগ্য বলে বিবেচিত হবে।
৬।। শারীরিক উচ্চতার তুলনায় অতিরিক্ত ওজন, কালার ব্লাইন্ড, হাঁপানি রোগ, বাত রোগ, হৃদরোগ, যক্ষা, আমাশয়, হেপাটাইসিস ইত্যাদি রোগ থাকলে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ নাও হতে পারে।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সময়সূচি
২০২৫ সালের ৪ জানুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই ৪টি বিষয়ে এই এক্সামটি হয়ে থাকে।
যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে পরবর্তীতে ভাইবা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হবে। এই ২ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
আবেদনের নিয়মাবলী
শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এর জন্য বাংলাদেশ ক্যাডেট কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সকল তথ্যাবলী পূরণ করার পর প্রার্থীরা মোবাইল ব্যাংকি অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এই ফি পরিশোধ করতে পারবেন। তবে ফরম পূরণের সময় অবশ্যই যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। নামের বানান কিংবা অন্য কোন তথ্যের ভুল হলে পরবর্তীতে জটিলতা তৈরি হতে পারে।
আবার কেউ যদি অনলাইনে আবেদন করে ফি পরিশোধ না করে তাহলে সেটিও বাতিল বলে বিবেচিত হতে পারে।
পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ
যারা সফলভাবে আবেদনপত্র সম্পন্ন করবেন তারা ক্যাডেট কলেজ ভর্তি ২০২৫ এর নিয়ম অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর হতে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সেটি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে। কারণ পরীক্ষার সময় সেটি অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য অন্যান্য বিশেষ নির্দেশনাবলী
• অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় যে তথ্য গুলি প্রদান করা হবে সেগুলোর সাথে শিক্ষার্থীর সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্রে মিল থাকতে হবে।
• যদি কেউ সফলভাবে আবেদন সম্পন্ন করার পরেও ফিরতি এসএমএস না পায় তাহলে যথাযথ করতে পক্ষের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
• Cadet Collage Admission Circular 2025 অনুযায়ী পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীর সাথে একজন অভিভাবক যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আমাদের শেষ কথা
অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া সম্পন্ন করার। সুগঠিত জীবনধারা, সেনাবাহিনী দ্বারা পরিচালিত ইত্যাদি কারণে অভিভাবকদের পছন্দের তালিকায় শীর্ষ এই প্রতিষ্ঠান গুলি। এর জন্য প্রিপারেশনও যথেষ্ট নিতে হয়। সাধারণত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতেই সারা বছর ধরে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই স্বপ্ন পূরণ করতে চাও তাহলে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী যথাসময়ে এবং সঠিকভাবে আবেদন করে ফেলো।
সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য জানতে এখানে প্রবেশ করুন।