কেউ আপনার ছবি ব্যবহার করে ফেসবুক আইডি ওপেন করলে কি করবেন
- আপডেট সময় : ১১:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বর্তমান যুগের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। কিন্তু কেউ যদি ফেসবুকে আপনার নাম এবং পরিচয়, ছবি ব্যবহার করে একটি আইডি ওপেন করে তাহলে কি পদক্ষেপ নিতে পারেন? এই ধরনের বিড়ম্বনায় হর-হামেশাই আমাদের পড়তে হয়। বিশেষ করে যারা মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পরিচিত তাদের ক্ষেত্রে সমস্যাটি বেশি দেখা দেয়।
এমতাবস্থায় শুধু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় ব্যাপারটা তার নয় বরং নানারকম ঝামেলাও হতে পারে। আর বিভিন্ন সেলিব্রেটি, অভিনেতা, অভিনেত্রী খেলোয়াড় বড় বড় ব্যক্তিত্বদের আইডির কথা তো বাদি দিলাম। ভূয়া আইডির ভীড়ে এদের আসল আইডি খুঁজে পাওয়া মুশকিল। প্রতারকরা আপনার নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনৈতিক এবং প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতে পারে। যার কারণে আপনার সোশ্যাল ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফেসবুকে আপনার নামে ভূয়া আইডি খুললে কি পদক্ষেপ গ্রহণ করবেন?
বর্তমানের সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের জালিয়াতি চক্রের লোকরা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা থাকা নানা মানুষজনকে মেসেজ পাঠিয়ে হাতিয়ে নিতে পারে অর্থ। তাই আমাদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।
এক্ষেত্রে কোন একজন ব্যক্তির নাম, ছবি, ঠিকানা ইত্যাদি তথ্যগুলি ব্যবহার করে একই রকমের আরো একটি আইডি ওপেন করা হয়। তারপর সেই আইডি থেকে নানা রকম পোস্ট এবং পরিচিত ব্যক্তিদের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়। অনেকেই হয়তো ছবি এবং নাম ঠিকানা দেখে পরিচিত মানুষকে মনে করে বেশি যাচাই না করে পাঠিয়ে দেন টাকা পয়সা। এভাবেই মূলত জালিয়াতি হয়ে থাকে।
তাই এ বিষয়ে সতর্ক থাকার জন্য নিজের পদক্ষেপ গুলি গ্রহণ করুন।
১। কোনরকম ঘাবড়ে না গিয়ে সবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল বন্ধুকে অবহিত করুন। এজন্য নিজের আইডি, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের আইডি থেকে পোস্ট করুন। যাতে করে আপনার পরিচিত সকল ব্যক্তিদের কাছে খবরটি পৌঁছায়। তাহলে প্রতারক কখনোই সুবিধা করতে পারবে না। সেই সাথে আপনার আসল আইডিটিও সবার সাথে শেয়ার করুন।
২। ফেসবুকে আপনার নামে ভুয়া একাউন্ট ওপেন করা হলে সেটির বিরুদ্ধে সবাইকে অভিযোগ করতে বলুন। সকল ধরনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে এই অভিযোগ সিস্টেম রয়েছে। এতে করে ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
৩। আপনার নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে কিনা সে ব্যাপারে সবসময় সতর্ক থাকুন। আপনি নিজের নাম অথবা গুগলে ছবি সার্চ করেও এই ধরনের অ্যাকাউন্ট খুজে পেতে পারেন। আপনার বন্ধুদের কে বলে রাখুন কখনো সন্দেহজনক কিছু মনে হলে যেন সাথে সাথে আপনাকে অবহিত করে।
৪। আপনার নামে ভূয়া একাউন্ট ওপেন করা হলে আপনিও সেটির বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন। অনেক সময় উপযুক্ত প্রমাণ সহকারে অভিযোগ সাবমিট করলে খুবই দ্রুত সময়ের মধ্যেও সমাধান পাওয়া যায়।
৫। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একান্ত ব্যক্তিগত কোন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। প্রতারকরা সবসময় এই ধরনের তথ্য গুলি সংগ্রহ করার জন্য সানো আগ্রহে বসে থাকে।
৬। আপনার ফ্যামিলি মেম্বার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদেরকে বলে রাখুন তাদের কাছে আপনার নামের কোন আইডি অথবা নাম্বার থেকে অর্থ সহায়তা চাইলে যেন ভালোভাবে যাচাই করে নেয়। কারণ বর্তমানে এই ধরনের প্রতারণাটি সবচাইতে বেশি হয়ে থাকে।
আমাদের শেষ কথা
আশা করি ফেসবুকে কেউ ভুয়া একাউন্ট ওপেন করলে তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সে সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলি যেমন মানুষের জীবনে উপকার বেড়েছে তেমনি কিছু কিছু মন্দ লোকদের কারণে কিছু সমস্যাও হয়ে থাকে। তাই এই ধরনের মন্দ লোকদের কাছ থেকে বেঁচে থাকার জন্য উপযুক্ত পদক্ষেপ গুলি গ্রহণ করুন।
ক্রেডিট কার্ড নেওয়ার আগে এর সুবিধা অসুবিধা গুলো সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।