স্বার্থপর বন্ধুকে কিভাবে চিনবেন?

স্বার্থপর বন্ধু চেনার উপায়
স্বার্থপর বন্ধু চেনার উপায়

জীবনে ভালোভাবে চলতে গেলে স্বার্থপর বন্ধুকে কিংবা সার্থপর মানুষকে চেনার উপায় জেনে রাখা উচিত। কথায় আছে বিপদের বন্ধুর পরিচয়। একজন মানুষের সকল সুখ-দুঃখে পরিবারের সাথে সবসময় এগিয়ে আসে তার কাছের বন্ধু। একজন বন্ধু যার সাথে কেউ একজন মন খুলে কথা বলতে পারে। কিন্তু আমরা অনেক সময় বন্ধু নির্বাচন করতে গিয়ে ভুল করে ফেলি। যাকে আপনি অতি কাছের বা প্রিয়জন ভাবছেন তিনি আসলে আপনার কেউই নয়।

তাইতো স্বার্থপর বন্ধুকে কিভাবে চিনবেন সে সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান থাকা উচিত।

যত্নের অভাব

প্রতিটি সম্পর্কের সুন্দরভাবে যত্ন নিতে হয়। একটি গাছকে বড় করতে চাইলে যেভাবে তিলে তিলে যত্ন নিয়ে সেটিকে গড়তে হয় তেমনিভাবে একটি সম্পর্ককে মজবুত রাখতে চাইলে নিয়মিত যত্ন নিতে হয়। কিন্তু আপনার যে সকল বন্ধু এই সকল ব্যাপারে উদাসীন তিনি আর যাই হোক আপনার কখনো ভালো বন্ধু হতে পারে না। তাই বন্ধু চেনার ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে এনালাইসিস করুন। যদি আপনার কাছের মানুষের ভেতরে এরকম কোন বৈশিষ্ট্য না দেখা দেয় তাহলে তার থেকে দূরে থাকার চেষ্টা করুন।

বোঝা চাপিয়ে দেওয়া

আপনি জীবন যুদ্ধে পিছিয়ে পড়ছেন কিংবা হতাশাগ্রস্ত ভাবে আছেন। আপনার এই মানসিক চাপের সময় গুলোতে যদি প্রিয় বন্ধুটি আরো বেশি চাপ সৃষ্টি করে কিংবা এরকম কথা বার্তা বলে যাতে আপনি আরো অনেক বেশি হতাশ হয়ে পড়েন। সে কখনোই আপনার প্রকৃত বন্ধু নয়। আবার আপনাকে চাপে ফেলে কোন টাকা পয়সা আদায় কিংবা পাওনা টাকা অথবা কোন রেস্টুরেন্টের বিল যে নিতে পারে সে কখনোই আপনার কাছের কেউ হতে পারে না।

তুলনা ও প্রতিযোগিতা করা

আপনার প্রকৃত বন্ধু কখনোই আপনার সাথে নিজেকে তুলনা করবে না। কারণ এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা করার অভ্যাস একমাত্র স্বার্থপর মানুষদের ভিতরে থাকে। এ ধরনের স্বার্থপর মানুষ আপনার বন্ধু হোক কিংবা প্রতিবেশী হোক তাকে এড়িয়ে চলুন।

ব্যক্তিগত বিষয়ে মন্তব্য

সবার জীবনে ভুল ত্রুটি কিংবা পারিবারিক কোন সমস্যা থেকেই থাকে। অথবা আপনার এমন কোন আচরণ যেটি আপনার কাছের মানুষ পছন্দ করছে না। তাহলে ভেবে নেবেন আপনি একজন স্বার্থপর বন্ধুর সাথে আছেন। কারণ ব্যক্তিগত বিষয়ে অরুচি নিয়ে কখনো এই বন্ধুত্ব কিংবা সম্পর্ক জোরদার হয় না।

আপনার উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা

অনেকেই আছেন যে তার আশেপাশে লোকজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় ব্যস্ত থাকেন। এ ধরনের মানুষ খুবই স্বার্থপর প্রকৃতির হয়। আপনার বন্ধুটিও যদি আপনাকে বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রণ বা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে থাকে তাহলে তার সাথে আজই সম্পর্ক শেষ করে দিন।

আপনার ব্যাপারে সমালোচনা করা

সমালোচনা করা দোষের কিছু নয়। কিন্তু আপনার অবর্তমানে যে মানুষটি আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে আরেকজনের কাছে সমালোচনা করে তিনি একজন স্বার্থপর বন্ধু কিংবা স্বার্থপর মানুষ বলেই নিশ্চিত হয়ে থাকুন। কারণ পেছনে গীবত করা কিংবা সমালোচনা করা খুবই গর্হিত একটি কাজ। যিনি আপনার শুভাকাঙ্ক্ষী কিংবা মন থেকে আপনার ভাল কামনা করেন তিনি সবসময় আপনার ভুল আপনার সামনেই ধরিয়ে দিবেন।

অপমান করা

বন্ধুদের মাঝে আড্ডায় অনেক সময় আমরা একজন আরেকজনকে প্রশংসার ছলে অপমান করে থাকি। এরকম যদি কেউ আপনার সাথে করে থাকে তাহলে ধরে নিন সে মনে মনে আপনাকে হিংসে করছে কিংবা আপনাকে পছন্দ করছে না। তাই তাকে প্রকৃত বন্ধু হিসেবে ভাবার কোন সুযোগ নেই।

আশা করি স্বার্থপর বন্ধু চেনার কিংবা স্বার্থপর মানুষ চেনার উপায় গুলি সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। আমাদের লাইফ স্টাইল এবং জীবন যাপন কেমন হবে সেটি অনেকটাই আমাদের আশেপাশের মানুষের উপর নির্ভর করে। তাই আপনি যত বেশি মানুষ চিনতে পারবেন এবং ভালো মনের মানুষ গুলোর সাথে চলাফেরা করতে পারবেন আপনার জীবন তত সুখের হবে। তাই এ ধরনের ছদ্মবেশী বন্ধু হতে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *