মাদ্রাসা শিক্ষকদের ডিসেম্বর মাসের এমপিও চেক ছাড়

মাদ্রাসা শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিও চেক ছাড়
মাদ্রাসা শিক্ষকদের এমপিও চেক ছাড়

মাদ্রাসা শিক্ষকদের বেতন ২০২৪ এর ডিসেম্বর মাসের এমপিওর বেতন চেক ছাড় করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই বেতন চেকগুলি বন্টনকারী ব্যাংক গুলোতে ইতিমধ্য হচ্ছে প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীরা আগামী ১ ডিসেম্বর থেকে তাদের নির্ধারিত বেতন ভাতার সরকারী অংশের অর্থ উত্তোলন করতে পারবেন।

২৯ ডিসেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাশার স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি মাধ্যমে এই ঘোষণাটি দেওয়া হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল শিক্ষক এবং কর্মচারীগণ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অধীনে বিভিন্ন বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের মাদ্রাসা শিক্ষকদের বেতন ২০২৪ এর ডিসেম্বর মাসের সরকারি অংশের ৪ টি চেক প্রদান করা হয়েছে। মাদ্রাসা শিক্ষকদের সেপ্টেম্বরের এমপিও চেক গুলি অগ্রণী, রুপালী, জনতা এবং সোনালী ব্যাংক লিমিটেডের নিকট গত ২৯ এ ডিসেম্বর ২০২৪ তারিখে হস্তান্তর করা হয়েছে।

তাই এসকল প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এবং কর্মচারীগণ ১ ডিসেম্বর ২০২৪ তারিখে হতে বেতনের সরকারি অংশগুলো ব্যাংক হতে উত্তোলন করতে পারবেন।

মাদ্রাসা শিক্ষকদের ডিসেম্বর মাসের এমপিও চেক ছাড়

আমরা জানি এমপিও ভুক্ত বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেতনের একটি অংশ বাংলাদেশ সরকার প্রদান করে থাকে। যে টাকা গুলো নির্ধারিত ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে হয়। প্রতি মাসেই কর্তৃপক্ষ ব্যাংক চেকের মাধ্যমে এসকল বেতন ভাতা নির্দিষ্ট ব্যাংকের শাখায় প্রদান করে থাকে। তারপর সে সকল ব্যাংক হতে সারা বাংলাদেশে শিক্ষকদের মাঝে বেতনের অর্থ গুলি বন্টন করা হয়।

যারা এনটিআরসিএ বা নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যোগদান করেন তাদেরকে পরবর্তীতে এমপিওর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। এটি সম্পূর্ণ করার পর থেকেই উক্ত শিক্ষক কিংবা কর্মচারী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বেতন ভাতার অংশ গুলো তুলতে পারবেন। প্রতি মাসে এভাবেই এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বেতন চেক ছাড় প্রদান করা হয়।

শুধুমাত্র যে মাদ্রাসা প্রতিষ্ঠানেরই এভাবে বেতন প্রদান করা হয় তা নয়। বিভিন্ন বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষক / কর্মচারীদের বেতনও এমপিও চেক ছাড়ের মাধ্যমে প্রদান করা হয়। প্রতি মাসেই নির্ধারিত বেতন উত্তোলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দেশজুড়ে লক্ষ লক্ষ শিক্ষক এবং কর্মচারী। আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে মাদ্রাসার শিক্ষক বেতন চেক ছাড় অনুযায়ী ডিসেম্বর মাসের অর্থ গুলি নির্ধারিত আর্থিক প্রতিষ্ঠান হতে উত্তোলন করতে পারবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *