ঠাকুরগাঁয়ে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে মারামারি
- আপডেট সময় : ০৯:১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানে মারামারি এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঠাকুরগাঁওয়ের রাজা টং নাথের রাজবাড়িতে আয়োজ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। এমনকি উপস্থাপক হানিফ সংকেত বলেন অনেক চেষ্টা করেও আপনাদেরকে আমি শান্ত করতে পারলাম না।
তিনি আরো উল্লেখ করেন আপনাদের জন্যই অনেক সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে চেয়েছিলাম কিন্তু সেটি আর সম্ভব হলো না। ইত্যাদির অনুষ্ঠানে মারামারির ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই দ্রুত ছড়িয়ে পড়েছে এবং মুহুর্তের মাধ্যমে তা ভাইরাল হয়েছে।
ঠাকুরগাঁয়ে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে মারামারি
বিভিন্ন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায় ঠাকুরগাঁও জেলায় ইত্যাদির অনুষ্ঠানে প্রায় ২ হাজার মানুষ প্রকাশের ব্যবস্থা ছিল। কিন্তু সেখানে প্রায় লাখ খানেক মানুষ উপস্থিত হয়। যার কারণে গেটে মানুষের এই অতিরিক্ত চাপ সইতে না পেরে মূল গেটটি খুলে দেওয়া হয়। পরবর্তীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ইত্যাদির অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটে। তবে সেখানকার অনুষ্ঠান কর্তৃপক্ষ বেশ কয়েকবার পরিস্থিতির শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বারবার তারা ব্যর্থ হচ্ছেনা। তাই আর কোন উপায় না পেয়ে মাঝপথে বন্ধ করে দেয়া হয় উক্ত অনুষ্ঠানটি।
পরবর্তীতে তিন ঘন্টা পর আবারো কিছু দর্শক নিয়ে অনুষ্ঠানের কিছু অংশ শুট করা হয়। তবে সেখানকার দর্শনার্থী তারা জানান স্থানীয় প্রশাসন এবং কর্তৃপক্ষের গাফিলতি বা অব্যবস্থাপনার কারণেই এই ধরনের ঘটনার তৈরি হয়েছে। কারণ হিসেবে তারা উল্লেখ করেন আগে থেকেই প্রশাসনের মাধ্যমে বিনামূল্যে প্রবেশের জন্য টিকিট বা পাস প্রদান করা হয়েছিল। কিন্তু একটি চক্র সেই বিনামূল্যের টিকিট বা বাসটি হাজার টাকায় বিক্রি করেছে। যার কারণে পরবর্তীতে অনেক পরিবার ইত্যাদির অনুষ্ঠান দেখতে গিয়ে বিড়াম্বনার শিকার হয়েছেন।
আমরা জানি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ম্যাগাজিন এবং অনুষ্ঠান হচ্ছে ইত্যাদি। এই ইত্যাদি অনুষ্ঠান আয়োজন করা হয় দেশের বিভিন্ন এলাকায়। সেখানে উপস্থাপন করা হয় সেই এলাকার ঐতিহ্য খ্যাতিমান মানুষ এবং ইত্যাদি বিষয়বস্তু। এমনকি দেশের বড় বড় গায়ক তারা কারাও সেখানে হাজির হন। সুস্থ বিনোদন ধরার একটি অন্যতম উদাহরণ হচ্ছে এটি। আর এই অনুষ্ঠানটি যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন উপস্থাপক হানিফ সংকেত। শুধু উপস্থাপনই নয় বরং তিনি একজন লেখক ও নাট্য পরিচালক। তারপরে পরিচালনায় অনেক নাটক এই আমরা দেখেছি এবং সেগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবার সেই ইত্যাদির অনুষ্ঠানে মারামারির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার তৈরি করেছে।