স্ত্রী ২ সিনেমার ৬০০ কোটির রেকর্ড
- আপডেট সময় : ১০:৩০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
ভারতের সিনেমার ইতিহাসে রেকর্ড করেছে স্ত্রী ২। শাহরুখ খানের জাওয়ান ও পাঠান কেউ ছাপিয়ে গিয়ে এখন পর্যন্ত ৬০০ কোটির ঘরে প্রবেশ করেছে স্ত্রী ২। জনপ্রিয় বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত হরর কমেডি সিনেমাটি বক্স অফিসে ৬০০ কোটি আয় করে হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড তৈরি করেছে।
ভারতের বিখ্যাত চলচ্চিত্র ক্রিকেট তরণ আদর্শ এ ব্যাপারে সোমবারে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন। তিনি লিখেন স্ত্রীর ২ সিনেমা ৬০০ কোটি আয় করে ইতিহাস তৈরি করেছে। সারা ভারতজুড়ে বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সকল ধরনের দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি।
Stree 2 box office
এর আগেও শাহরুখ খান অভিনীত জাওয়ান এবং পাঠান সিনেমা বক্স অফিসে ভালো আয় করে। তারপরে রয়েছে রণবীর কাপুর অভিনীত বিখ্যাত সিনেমা অ্যানিমেল। ইতিহাস তৈরি করা বাহুবলী ২ এবং সানি দেওয়ালের গাদ্দার ২ এর রেকর্ড কেউ ভেঙে দিয়েছে স্ত্রী ২।
এনিয়ে বন্ধুদের সাথে সেলিব্রেট করেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপর। উক্ত অনুষ্ঠানে শ্রদ্ধা কাপুর সহ সবারই পড়নে ছিলো লাল রঙের ম্যাচিং পোশাক। শ্রদ্ধাকে হাতে সোনালী রঙের ব্রেসলেট পরিধান করতে দেখা যায় এবং চারিদিকে ছিল লাল বেলুন দিয়ে সাজানো। তিনি তার বন্ধুদের সাথে স্ত্রী ২ এর রেকর্ড ব্রেকিং উপলক্ষে একটি কেকও কাটেন।
শ্রদ্ধা কাপুর ছাড়াও Stree 2 ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, অপার শক্তি খুরানা এবং সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া।
স্ত্রী ২ সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক এবং এর চিত্রনাট্য লিখেছেন নীরেন ভাট।
বক্স অফিসে কেন এতো জনপ্রিয় স্ত্রী ২
এই সিনেমাটার প্রথম পর্ব মুক্তি পায় ২০১৮ সালে। কমেডি হরর সিনেমাটি দর্শকদের মনে বেশ সারা ফেলে ছিল। যার কারণে অনেকটাই হুমড়ি খেযে পড়েছিলেন দর্শক। তখন থেকে এই সিনেমাটির সিক্যুয়েল অর্থাৎ দ্বিতীয় পার্ট নিয়ে দর্শকদের মনে বেশ আশা ছিল। সেই আশা কে পূর্ণতা দিয়ে গত ১৪ই আগষ্ট মুক্তি পায় স্ত্রী ২। আর মুক্তির পর থেকেই একের পর এক রের্কড ভেঙ্গে চলছে। কিন্তু দর্শকদের মাঝে কেন এত জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি?
চলুন সে নিয়ে কিছু বিশ্লেষণ করা যায়
রাজকুমার রাও স্ত্রী ২ সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। বলিউডের অভিনেতাদের মধ্যে তাকে অলরাউন্ডার বলা যায়। সব ধরনের সিনেমার এবং সব ধরনের চরিত্রে তিনি নিজেকে সুন্দরভাবে মানিয়ে নেন। সেজন্য স্ত্রী টু সিনেমাতেও তার অভিনয় দর্শকদের মনে অনেক ভালো লেগেছে।
এছাড়াও স্ত্রী টু সিনেমাটি অনেকটাই হরর এবং কমিটির মিশ্রিত করে তৈরি করা। আর সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর চিত্রনাট্য। ছবিতে কমেডি দৃশ্য গুলোকে এমন ভাবে ধারণ করা হয়েছে যা দর্শকদের কে মুহূর্তে মন ভরিয়ে দেয়। বিভিন্ন সিনেমা ক্রিটিক্সরা এ ব্যাপারে অনেক প্রশংসা করেছেন।
নতুন ধরনের গল্প এবং রহস্য Stree 2 box office
বেশিরভাগই হলিউড সিনেমার কাহিনী গুলো নিয়ে পরিচালকরা অনেকটাই গুবলেট পাঠিয়ে ফেলেন। সিনেমার শুরু মাঝখানে এবং শেষের দিকে গল্পের তালগোল পাঠিয়ে যায়।। কিন্তু সিনেমার ক্ষেত্রে এমনটাই ঘটেনি। এর চিত্রনাট্য অসাধারণ ছিল এবং প্রতিটি মুহূর্তেই সাসপেন্স ছিল।
যত্ন নিয়ে সিনেমা তৈরি Stree 2 cinema 600 crore
ভারত সহ সারা বিশ্বের অনেক সিনেমার সিক্যুয়েল তৈরি হয় শুধু সিক্যুয়েলের জন্যই। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম পার্টের চাইতে দ্বিতীয় পার্টের চিত্রনাট্য তেমন ভালো হয় না। কিন্তু স্ত্রী ২ সম্পূর্ণভাবে এর ব্যতিক্রম। প্রথম পার্টের চাইতে দ্বিতীয় পার্টকে অবশ্যই ভালো বলা যায়।
এছাড়া Stree 2 সিনেমার রেকর্ড তৈরি করার পিছনে আরও কারণ হচ্ছে এর ভিজুয়াল ইফেক্ট এবং সাউন্ড সিস্টেম। প্রথম কিস্তির তুলনায় দ্বিতীয় কিস্তিতে বাজেট বেশি হওয়ায় সবকিছু সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। যার কারণে বক্স অফিসের আয় করেছে ৬০০ কোটি।
সারা দিনে কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক? জানতে এখানে প্রবেশ করুন।