বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি | ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স
- আপডেট সময় : ০৮:৪৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
কিশোর বয়সে আমরা অনেকেই স্বপ্ন দেখে থাকি আর্মি অফিসার হওয়ার। আর সেই স্বপ্ন পূরণের বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯৫ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে আবেদন সম্পর্কিত সকল তথ্যাবলী জেনে নিন। কারণ শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতার শর্ত গুলোও পূরণ করতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি | BD Army Job Circualr
বয়সের যোগ্যতা
আগ্রহের প্রার্থীদেরকে ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স ১৬ বছর থেকে ২১ বছর পর্যন্ত হতে হবে। তবে যারা ইতিমধ্যে হাস সেনাবাহিনীতে কর্মরত আছেন তাদের জন্য বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন হতে হবে ৫৪ কেজি বা ১২০ পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
নারীর প্রার্থীদের জন্য উচ্চতা ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। স্বাভাবিক উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে ৪৬ কেজি। বুকের মাপ ২৮ এবং ৩০ ইঞ্চি।
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি ও এইচএসসি কিংবা সমান পরীক্ষায় যে কোন একটিতে নূন্যতম জিপিএ-৫ পেতে হবে এবং অপর পরীক্ষায় নূন্যতম জিপি ৪.৫০ পেতে হবে। যারা ইংরেজি মাধ্যম থেকে পাশ করেছেন তাদের ক্ষেত্রে “ও” লেভেলের ৬টি বিষয়ের মধ্যে নূন্যতম ৩ টিতে গ্রেড-এ থাকতে হবে। বাকি ৩ টিতে গ্রেড-বি থাকলেই আবেদন করা যাবে।
সেই সাথে এ লেভেলের পরীক্ষায় ন্যূনতম দুইটি বিষয়ে গ্রেড-বি পেতে হবে।
অন্যান্য যোগ্যতা
• আগ্রহী পাখিদের কে অবশ্যই অবিবাহিত এবং জন্মসূত্র বাংলাদেশের নাগরিক হতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কোন ধরনের পার্থক্য আবেদন করতে পারবেন না
• যারা ইতিমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছেন অথবা অপসারিত হয়েছেন।
• যে সকল প্রার্থী কোন ইতিমধ্য ২ বার আই এসএসবি পরীক্ষায় স্ক্রীন্ড আউট হয়েছেন।
• যে সকল প্রার্থী বাংলাদেশ ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হয়েছেন বা হয়েছিলেন।
• বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর মেডিকেল বোর্ড করতে কত বিবেচিত হলে তিনিও এই চাকরিতে যোগদান করতে পারবেন না।
• যদি দৃষ্টি শক্তি বাংলাদেশ সেনাবাহিনীর শর্ত গুলোর সাথে না মিলে তাহলে জেনে আবেদন করতে পারবেন না। যদি দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার ও বিষম দৃষ্টি ১.০ ডাইঅপ্টারের বেশি হয় তাহলে অযোগ্য বলে বিবেচিত হবেন।
• যে সকল প্রার্থী ১৮ বছর পূর্বের আগেই ল্যাসিক বা অপারেশন করেছেন তাদের অযোগ্য বলে বিবেচিত হবে। আর আঠারো বছর হওয়ার পরে যারা ল্যাসিক অপারেশন করেছেন তাদের ন্যূনতম ৩ মাস পার হতে হবে অপারেশনের তারিখের।
• যদি কোন প্রার্থী বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের নাগরিকত্ব নিয়ে থাকেন অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা এ পরীক্ষায় আবেদন করতে পারবেন না।
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের পদ্ধতি
যোগ্যতা এবং শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা আগামী ৩ জানুয়ারি ২০২৫ তারিখ হতে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ মার্চ ২০২৫
আবেদনের নিয়ম
আমরা জানি বর্তমানে সকল সরকারি চাকরির আবেদনী অনলাইনের মাধ্যমে করা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী ৯৫ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে আবেদন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
অনলাইনে সকল তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি আপলোড করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরিবর্তে ৭২ ঘণ্টার মধ্যে ১০০০ টাকা ফি বাবদ প্রদান করতে হবে। এই ১০০০ টাকা মোবাইল ব্যাংকিং অ্যাপ বিকাশ, রকেট, নগদ কিংবা ব টেলিটক অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষা সংক্রান্ত তথ্য | BD Army Job Circular
যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাতথ্য তাদেরকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ই এপ্রিল হতে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত। কোন আবেদনকারী পরীক্ষা কোথায় হবে সে ব্যাপারে আগে থেকে অবহিত করা হবে। তবে কর্তৃপক্ষ চাইলে এই পরীক্ষার তারিখ যে কোন সময় পরিবর্তন করতে পারে।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষার পর ধাপে ধাপে লিখিত পরীক্ষায় আইএসএসবি পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশনা দেয়া হয়েছে।। যেটি হচ্ছে চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন তাদেরকে আগে থেকে জাতীয় পরিচয় পত্র প্রস্তুত করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।