উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
- আপডেট সময় : ১২:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অফ এডুকেশন প্রোগ্রাম ভর্তির জন্য আবেদন করা যাবে অনলাইনে। আগ্রহে প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তবে বিএড প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদেরকে অবশ্যই স্বীকৃত বেশি বিদ্যালয়ের থেকে অনার্স অথবা সমমান ডিগ্রি থাকতে হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যবলী
১। আগামী ১৫ই নভেম্বর ২০২৪ তারিখ হতে ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
২। বিয়ের প্রোগ্রামে ভর্তির জন্য ৭০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
৩। সকল প্রার্থীদের আবেদনপত্র যাচাই করে ৬ জনুয়ারি ২০২৫ তারিখে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
৪। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের পর ৮ জানুয়ারি ২০২৫ তারিখে প্রবেশপত্র প্রদান করা হবে।
৫। যে সকল প্রার্থীরা প্রবেশপত্র পাবেন তাদের পরীক্ষা নেওয়া হবে ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে। সকাল ১০ টা থেকে নিয়ে ১১ টা পর্যন্ত মোট ১ ঘন্টা এই পরীক্ষা হবে। পরীক্ষার কেন্দ্র গুলি জানিয়ে দেওয়া হবে।
৬। মূলত ১০০ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনী পদ্ধতিতে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই ৪টি বিষয়ে ২৫ করে নম্বর বরাদ্দ থাকবে। আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই নিজস্ব ফোন নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে আবেদন করতে বলা হয়েছে। তবে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স খরচে ৬০% ছাড় পাবেন।
আবেদনের জন্য ফি ৭০০ টাকা প্রদান করতে হবে এবং এর সাথে যে অতিরিক্ত অনলাইন চার্জ হয়েছে সেটি অবশ্যই শিক্ষার্থীকে বহন করতে হবে।
কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে
সকল প্রার্থীদের আবেদন গুলি যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই ভর্তি পরীক্ষার জন্য ডাকা হবে। তাদের তালিকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই প্রকাশ করা হবে আগামী ৬ জনুয়ারি ২০২৫ তারিখে। এমনকি আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল সেটা তো এসএমএসের মাধ্যমে তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামে ভর্তির যে কোন শর্ত কিংবা নিয়ম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন এবং পরিমার্জন করতে পারেন। তবে যদি কোন প্রার্থী ভুল তথ্য কিংবা প্রতারণার আশ্রয় নেয় তাহলে তার প্রার্থীতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।
পুলিশ কনস্টেবল এর বেতন কত এবং অন্যান্য সুযোগ-সুবিধা কি কি? বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।