সাত কলেজের ভর্তি পরীক্ষা হবে ঢাবির অধীনে
- আপডেট সময় : ০৯:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৬ বার পড়া হয়েছে
ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। অন্যান্য বারের মতো এবারও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। ঢাবির অধীনে এবার এই এডমিশন এক্সামটি সম্পন্ন হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানিয়েছে আগামী ৬ জানুয়ারি থেকে ৭ কলেজের ভর্তি আবেদন শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগের বিপরীতে মত প্রকাশ করেছেন এই সাত কলেজের শিক্ষার্থীরা। তারা দাবি জানিয়েছে ঢাবির অধীনে আর কোন কোর্সের ভর্তি কার্যক্রম করতে দেওয়া হবে না। নতুন অর্থাৎ ২০২৪ ২৫ শিক্ষাবর্ষের ৭ কলেজের ভর্তি পরীক্ষা নতুন বিশ্ববিদ্যালয় অধীনে নিতে হবে। আর যদি সেটিও সম্ভব না হয় তাহলে এই ৭ কলেজ কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছে তাদের অধীনেই অ্যাডমিশন এক্সাম এর আয়োজন করতে হবে বলে তারা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় একটি সূত্রের মাধ্যমে জানা গিয়েছে বিজ্ঞান, কলা, সামাজিক, ব্যবসায় ইত্যাদি ইউনিটের ৭ কলেজের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন আগামী ৬ জনের থেকে শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত। বিগত সালের মতোই আবেদন ফি, ভর্তি এবং অন্যান্য যোগ্যতা গুলোতে তেমন কোন পরিবর্তন নেই।
সাত কলেজের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে
যথা সময়ে অনলাইনে আবেদন সাবমিট শেষ হলে আগামী ১৮ এপ্রিল সর্বপ্রথম ব্যবসায় ইউনিটের এডমিশন এক্সাম অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১৯ শে এপ্রিল বিজ্ঞান এবং ২৫ এপ্রিল কলা ও পরবর্তীতে অন্যান্য ইউনিটের এডমিশন এক্সাম গুলি নেওয়া হবে। আরো জানা গিয়েছে সাত কলেজের ভর্তি পরীক্ষা যখন শেষ হবে তারপর এপ্রিল মাসের ২৬ তারিখে প্রযুক্তি ইউনিটগুলোর অ্যাডমিশন এক্সাম গুলো নেয়া হবে।
আমরা জানি ঢাকা বিভাগের অধীনে টঙ্গী কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ মোট ৭ টি কলেজ একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে পরিচালিত হত। কিন্তু এর বিপরীতে শিক্ষার্থীরা অনেকদিন ধরেই মত প্রকাশ করে আসছেন। তারা স্বতন্ত্র কাঠামোতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি করেছেন চলতি বছর থেকে। এমনকি এই দাবির করে প্রেক্ষিতে গত চায় জানুয়ারি ২০২৫ তারিখ শনিবার রাজধানীর শহীদ মিনারের সামনে তারা সংবাদ সম্মেলনও করেছেন।
উক্ত সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন এ সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে তাদের মাধ্যমে নতুন একটি বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরি করে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব।
তবে এ ব্যাপারে ঢাবির এডমিশন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কে জানান নতুন পরিচয় প্রতিষ্ঠার গঠনের জন্য ভর্তি পরীক্ষা আটকে রাখা যুক্তিসঙ্গত বিষয় নয়। পরবর্তীতে যখন নতুন একটি বা স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠিত হবে তখন বিভিন্ন বয়সের পরীক্ষা এবং অন্যান্য সামগ্রিক কার্যক্রম নতুন বোর্ডের অধীনেই হত। তবে ৭ কলেজের ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে ব্যাপারে এখন পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি।